ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

নানা আয়োজনে শেখ কামালের জন্মবার্ষিকী পালন

প্রকাশিত: ০৫:৫৮, ৬ আগস্ট ২০১৭

নানা আয়োজনে  শেখ কামালের জন্মবার্ষিকী পালন

স্টাফ রিপোর্টার ॥ নানা আয়োজনে পালিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শহীদ শেখ কামালের ৬৮তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে তার প্রতিকৃতি এবং মাজারে শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়া আয়োজন করা হয় আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলসহ নানা অনুষ্ঠানের। শুক্রবার মধ্যরাত বারোটা ১ মিনিটে আবাহনী লিমিটেড সমর্থক গোষ্ঠীর উদ্যোগে ক্লাব চত্বরে স্থাপিত আবাহনীর প্রতিষ্ঠাতা শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচী শুরু হয়। শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার জাতীয় প্রেসক্লাবে ‘সতীর্থ-স্বজন’ এক আলোচনা সভার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি বঙ্গবন্ধুপুত্রের নানা গুণের কথা তুলে ধরেন। বলেন, একেকজন ক্ষমতায় গেলে হয়ে ওঠেন বিকল্প পাওয়ার সেন্টার। শেখ কামাল তেমন মানুষ ছিলেন না। তার কোন হাওয়া ভবন ছিল না। শেখ কামালের মধ্যে যেসব গুণাবলী ছিল, তা তার সমসাময়িককালের কারও মধ্যে দেখিনি। শেখ কামাল পরবর্তী নির্বাচনের জন্য কাজ করেননি। কাজ করেছিলেন পরবর্তী প্রজন্মের জন্য উল্লেখ করেন ওবায়দুল কাদের। জ্যেষ্ঠ সাংবাদিক আবেদ খানের সভাপতিত্বে এবং পীযুষ বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় এ আলোচনা সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক হারুনুর রশীদ, জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান বক্তব্য রাখেন। এদিকে শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে ধানম-ির আবাহনী লিমিটেডে ক্রীড়া কমপ্লেক্সে তার প্রতিকৃতিতে বুধবার সকাল আটটায় আওয়ামী লীগের নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, এ কে এম এনামুল হক শামীম, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দীসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। এদিকে সকাল নয়টায় বনানী কবরস্থানে শহীদ শেখ কামালের সমাধিতে দলের নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন। তার রুহের মাগফেরাত কামনা করে এ সময় কোরানখানি, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদনের পরে ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তর ও দক্ষিণ, আওয়ামী যুবলীগ, বাংলাদেশ ছাত্রলীগ, আওয়ামী স্বেছাসেবক লীগ, যুব মহিলা লীগ, কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগ, জাতীয় শ্রমিক লীগ, শেখ কামালের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করে। এছাড়া যুবলীগ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ, স্বেচ্ছাসেবক লীগ মহানগর উত্তর ও দক্ষিণ, ছাত্রলীগ মহানগর উত্তর ও দক্ষিণ, ঢাকা জেলা মহিলা আওয়ামী লীগ, আবাহনী পরিচালকবৃন্দ, আবাহনী সমর্থক গোষ্ঠী, আবাহনী কর্মকর্তা ও খেলোয়াড়সহ বিভিন্ন সংগঠন শেখ কামালের সমাধি ও প্রতিকৃতিতে পৃথকভাবে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে। এদিকে শেখ কামালের ৬৬তম জš§বার্ষিকী উপলক্ষে যুবলীগ সকাল দশটায় শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে। যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেনÑ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক। সভা পরিচালনা করেন যুবলীগের সাধারণ সম্পাদক হারুন-অর রশিদ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র ক্রীড়া সংগঠক শহীদ শেখ কামালের ৬৮তম জন্মবার্ষিকী ছিল শনিবার। ১৯৪৯ সালের এদিনে তিনি তদানীন্তন গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে মাত্র ২৬ বছর বয়সে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে বর্বরোচিত হত্যাযজ্ঞের শিকার হয়ে মৃত্যুবরণ করেন শেখ কামাল। বহুমাত্রিক প্রতিভার অধিকারী শেখ কামাল শাহীন স্কুল থেকে মাধ্যমিক ও ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে বিএ অনার্স পাস করেন। তিনি ছিলেন ঢাকা থিয়েটারের অন্যতম প্রতিষ্ঠাতা। বন্ধু শিল্পীদের নিয়ে গড়ে তুলেছিলেন ‘স্পন্দন শিল্পী গোষ্ঠী’। ক্রীড়া সংগঠক শেখ কামাল আবাহনী ক্রীড়াচক্রের প্রতিষ্ঠাতা। ১৯৭৫ সালের ১৪ জুলাই এ্যাথলেট সুলতানা খুকুর সঙ্গে তার বিয়ে হয়। শেখ কামাল ১৯৭১-এর ২৫ মার্চ রাতে বঙ্গবন্ধুর ধানম-ির বাসভবন আক্রান্ত হওয়ার পূর্ব মুহূর্তে বাড়ি থেকে বের হয়ে সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। তিনি মুক্তিবাহিনীতে কমিশন্ড লাভ করেন ও মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল ওসমানীর এডিসি হিসেবে দায়িত্ব পালন করেন।
×