ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে দর সংশোধন

প্রকাশিত: ০৬:২৯, ৪ আগস্ট ২০১৭

পুঁজিবাজারে দর সংশোধন

অর্থনৈতিক রিপোর্টার ॥ টানা তিন কার্যদিবস উত্থানের পর বৃহস্পতিবার মূল্যসূচকের পতনে লেনদেন শেষ হয়েছে পুঁজিবাজারে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ও লেনদেন দুটিই কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। বেশিরভাগ কোম্পানির দরপতনের দিনে জেড ক্যাটাগরির শেয়ার ছেড়ে দেয়ার প্রবণতা বেশি দেখা গেছে। দিনটিতে দরপতনের সেরা কোম্পানিগুলোর ছয়টিই দুর্বল কোম্পানি। বাজারসংশ্লিষ্টরা এ পতনকে দর সংশোধন বলে অভিহিত করেছেন। বাজার বিশ্লেষণে দেখা গেছে, বৃহস্পতিবার ডিএসইতে এক হাজার ৭৭ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের তুলনায় ১৬০ কোটি ৭৪ লাখ টাকা কম। বুধবার ডিএসইতে এক হাজার ২৩৮ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩৩১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৩৭টির, কমেছে ১৬৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির শেয়ারদর। এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ১০ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার ৮৮০ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৩১১ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৮ পয়েন্ট কমে অবস্থান করছে দুই হাজার ১২৩ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলোÑ জেনারেশন নেক্সট ফ্যাশন, সাইফ পাওয়ার, সিএ্যান্ডএ টেক্সটাইল, লঙ্কা-বাংলা ফাইন্যান্স, সিটি ব্যাংক, ইফাদ অটো, কেয়া কসমেটিকস, গ্রামীণফোন, প্রাইম ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংক। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলোÑ ১ম প্রাইম মিউচুয়াল ফান্ড, নদার্ন জুট, সায়হাম কটন, এশিয়ান টাইগার, এবিবি মিউচুয়াল ফান্ড, এ্যাপোলো ইস্পাত, আইসিবি এমপ্লয়িজ ১ম মিউচুয়াল ফান্ড, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড মিউচুয়াল ফান্ড, ইউনাইটেড ফাইন্যান্স ও খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো সিনোবাংলা, মেঘনা লাইফ, সাভার রিফ্যাক্টরিজ, সামাতা লেদার, প্রগেসিভ লাইফ, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, ইমাম বাটন ও আইসিবি ইসলামী ব্যাংক। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৬৩ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ২৩৮ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫৮টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১০১টির, কমেছে ১৩৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টি কোম্পানির শেয়ারদর। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলোÑ যমুনা ব্যাংক, জেনারেশন নেক্সট ফ্যাশন, সাইফ পাওয়ার, ফু-ওয়াং ফুড, লঙ্কা-বাংলা ফাইন্যান্স, সিএ্যান্ডএ টেক্সটাইল, এ্যাপোলো ইস্পাত, সায়হাম কটন, বেক্সিমকো ও বিবিএস কেবল।
×