ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাবি ছাত্রসহ আটক ৩

প্রকাশিত: ০৫:০০, ২ আগস্ট ২০১৭

রাবি ছাত্রসহ আটক ৩

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ নগরীতে ৪৬ ইয়াবাসহ তিন যুবককে আটক করেছে পুলিশ। এদের মধ্যে আক্তার সিকদার ইমন নামের এক বিশ্ববিদ্যালয় ছাত্রও রয়েছে। সোমবার রাত সাড়ে ১১টার দিকে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে রাজপাড়া থানা পুলিশ। পুলিশ জানায়, রাজপাড়া থানা এলাকায় মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সোমবার রাত সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুর জিপিও অফিসের সামনে থেকে ১০ পিস ইয়াবাসহ নগরের হেতেমখাঁ এলাকার আক্তার সিকদার ইমনকে আটক করা হয়। আটক ইমন নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের ছাত্র। এরপর হড়গ্রাম ঢালুর মোড় এলাকা থেকে ১১ পিস ইয়াবাসহ আজুবা ইসলামকে আটক করা হয়। এছাড়াও সিটিবাইপাস চোরখুঠার মোড়ে অভিযান চালিয়ে ২৫ পিস ইয়াবাসহ আজিজুল ইসলাম নামের অপর এক যুবককে আটক করা হয়। বিধবা ভাতার কার্ড বিতরণ স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীদের মাঝে নতুন ভাতার কার্ড বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে ৩২ সুবিধাভোগীর মাঝে কার্ড বিতরণ করেন চেয়ারম্যান সৈকত গুহ পিকলু। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য মিজানুর রহমান, নুর আলম সরদার, ইউপি সচিব মাহতাব হোসেন প্রমুখ। মাছের পোনা অবমুক্ত করে প্রতিবাদ নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ১ আগস্ট ॥ গাইবান্ধা সরকারী কলেজ মাঠটি সংস্কার ও জলাবদ্ধতা নিরসনে জাসদ ছাত্রলীগ কলেজ শাখার উদ্যোগে মাঠে জলাবদ্ধতার মধ্যে মঙ্গলবার পোনা মাছ অবমুক্ত করে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জাসদ ছাত্রলীগ কলেজ শাখার সভাপতি রাকিব হাসান সীমান্ত, লিংকন মিয়া, রনি হাসান, মিজানুর রহমান মিজান, কলি আকতার প্রমুখ। বক্তারা অবিলম্বে কলেজ মাঠ ভরাট করে ছাত্রছাত্রীদের বিভিন্ন খেলাধুলাসহ বসার ব্যবস্থার দাবি জানান। বিভিন্ন নামে বেনামে ও উন্নয়নের নামে প্রতি শিক্ষার্থীর কাছে ২শ’ টাকা করে আদায় করলেও বাস্তবে তা কোন কাজে ব্যবহার করা হচ্ছে না বলে তারা উল্লেখ করেন।
×