ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ডিএসইতে লেনদেন বাড়লেও সিএসইতে কমেছে

প্রকাশিত: ০৪:৪৪, ২ আগস্ট ২০১৭

ডিএসইতে লেনদেন বাড়লেও সিএসইতে কমেছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে। এদিন ডিএসইতে আগের দিনের তুলনায় প্রায় ৬ শতাংশ লেনদেন বেড়েছে। তবে অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনের পরিমাণ কমেছে। বাজার বিশ্লেষণে দেখা গেছে, মঙ্গলবার ডিএসইতে ১ হাজার ২৩৭ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আাগের দিনের তুলনায় ৭১ কোটি ২৫ লাখ টাকা বেশি। সোমবার ডিএসইতে এক হাজার ১৬৬ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২৯ কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৭১, কমেছে ১২৮ এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির শেয়ার দর। এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ১৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৮৭৬ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩১৬ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৬ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৩৬ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলোÑ সিটি ব্যাংক, সি এ্যান্ড এ টেক্সটাইল, লঙ্কাবাংলা ফাইন্যান্স, ওয়ান ব্যাংক লিমিটেড, প্রিমিয়ার ব্যাংক, ফু-ওয়াং ফুড, ফরচুন সুজ, ন্যাশনাল ব্যাংক, গ্রামীণফোন ও ইফাদ অটো। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলোÑ ট্রাস্ট ব্যাংক, গোল্ডেন হার্ভেস্ট, সি এ্যান্ড এ টেক্সটাইল, রূপালী ব্যাংক, ইবিএল, তুং হাই নিটিং, এশিয়ান টাইগার, হাক্কানী পাল্প, ফু-ওয়াং ফুড ও ইউনাইটেড ইন্স্যুরেন্স। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলোÑ বিবিএস কেবল, জুট স্পিনার্স, সাভার রিফ্যাক্টরিজ, ইমাম বাটন, রহিমা ফুড, ১ম প্রাইম মিউচুয়াল ফান্ড, ডাচ্ বাংলা ব্যাংক, মুন্ন সিরামিক, এইচআর টেক্সটাইল ও স্ট্যান্ডার্ড সিরামিক। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৬২ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৭৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ২২১ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫৫ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৪২, কমেছে ৭৮ এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টি কোম্পানির শেয়ার। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলোÑ বিবিএস কেবল, ন্যাশনাল ব্যাংক, সি এ্যান্ড এ টেক্সটাইল, ফু-ওয়াং ফুড, কেয়া কসমেটিক, বিবিএস, জেনারেশন নেক্সট ফ্যাশন, প্রিমিয়ার ব্যাংক, লঙ্কাবাংলা ফাইন্যান্স ও বেক্সিমকো।
×