ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভারতে আবারও বিক্ষোভের মুখে তসলিমা

প্রকাশিত: ০৮:২৫, ৩১ জুলাই ২০১৭

ভারতে আবারও বিক্ষোভের মুখে তসলিমা

জনকণ্ঠ ডেস্ক ॥ ভারতে বসবাসকারী বাংলাদেশী লেখিকা তসলিমা নাসরিনকে স্থানীয় জনতার বিক্ষোভের মুখে মহারাষ্ট্রের আওরঙ্গবাদ বিমানবন্দর থেকে শনিবার রাতে ফিরে যেতে হয়েছে। খবর বিবিসি অনলাইনের। পুলিশ জানিয়েছে, তসলিমা নাসরিন শনিবার সন্ধ্যায় মুম্বাই থেকে আওরঙ্গবাদ বিমানবন্দরে নামার পরই তিনি প্রবল বিক্ষোভের মুখে পড়েন। অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম) নামে একটি সংগঠনের কর্মীরা বিমানবন্দরের বাইরে জড়ো হয়ে তসলিমা গো ব্যাক শ্লোগান দিতে থাকেন। এই পরিস্থিতিতে পুলিশ তসলিমাকে বিমানবন্দরের বাইরে বেরোনোর অনুমতি দেয়নি। শেষ পর্যন্ত এয়ারপোর্টে বেশ কিছুক্ষণ অপেক্ষার পর তিনি পুলিশের পরামর্শ মেনেই ফিরতি বিমানে মুম্বাই ফিরে যান।
×