ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

লোকসানে লাফার্জ সুরমা সিমেন্ট

প্রকাশিত: ০৩:৫৩, ৩১ জুলাই ২০১৭

লোকসানে লাফার্জ সুরমা সিমেন্ট

অর্থনৈতিক রিপোর্টার ॥ চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) লোকসানে পড়েছে লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড। এ সময় কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৭ পয়সা, যেখানে আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৩৮ পয়সা। অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, দ্বিতীয় প্রান্তিকে লোকসানে থাকলেও প্রথমার্ধে (জানুয়ারি-জুন) ১৯ পয়সা ইপিএস দেখিয়েছে লাফার্জ হোলসিম, আগের বছর একই সময়ে কোম্পানির ইপিএস ছিল ৮১ পয়সা। ৩১ মে ২০১৭ পর্যন্ত পাঁচ মাসের ফলাফল পর্যালোচনা করে ৫ শতাংশ অন্তর্বর্তী নগদ লভ্যাংশ দিয়েছে প্রতিষ্ঠানটি। জানুয়ারি-মে সময়ে লাফার্জ হোলসিমের ইপিএস হয়েছে ৩০ পয়সা, আগের বছর একই সময় যা ছিল ৬৭ পয়সা। ৩১ মে এর এনএভিপিএস দাঁড়ায় ১৩ টাকা ৬৬ পয়সায়। ২০১৬ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য ৫ শতাংশ চূড়ান্ত নগদ লভ্যাংশ দিয়েছে লাফার্জ হোলসিম। এর আগে ৫ শতাংশ অন্তর্বর্তী নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। গেল হিসাব বছরে প্রতিষ্ঠানটির ইপিএস হয়েছে ১ টাকা ৯২ পয়সা, আগের বছর যা ছিল ১ টাকা ৯৭ পয়সা। ৩১ ডিসেম্বর এর এনএভিপিএস দাঁড়ায় ১৩ টাকা ২৪ পয়সায়। ২০১৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে ১০ শতাংশ নগদ লভ্যাংশ পেয়েছেন লাফার্জ সুরমার শেয়ারহোল্ডাররা। ডিএসইতে লাফার্জ শেয়ারের সর্বশেষ দর ছিল ৬০ দশমিক ৭০ টাকা। দিনশেষে সমন্বয় মূল্য দাঁড়ায় ৬০ দশমিক ৮০ টাকা। আগের কার্যদিবসেও যা ছিল ৬৩ দশমিক ৯০ টাকা। গত এক বছরে এ শেয়ারের সর্বোচ্চ দর ছিল ৯০ টাকা ও সর্বনিম্ন ৬১ টাকা। ২০০৩ সালে লাফার্জ সুরমা সিমেন্ট নামে একটি গ্রিনফিল্ড কোম্পানি হিসেবে শেয়ারবাজারে আসে কোম্পানিটি। গ্রুপ পর্যায়ে লাফার্জ ও হোলসিম একীভূত হওয়ার পর চলতি বছর বাংলাদেশে হোলসিমের ব্যবসা অধিগ্রহণ করে লাফার্জ সুরমা সিমেন্ট। কোম্পানির নাম বদলে হয় লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড। এর অনুমোদিত মূলধন ১ হাজার ৪০০ কোটি টাকা, পরিশোধিত মূলধন ১ হাজার ১৬১ কোটি ৩৭ লাখ টাকা। সঞ্চয় ও উদ্বৃত্ত ৩৭৫ কোটি ৮৭ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ারের ৬৪ দশমিক ৬৮ শতাংশ এর উদ্যোক্তা-পরিচালকদের কাছে, প্রতিষ্ঠান ১৪ দশমিক ৬৬, বিদেশী ১ দশমিক ৪৩ ও বাকি ১৯ দশমিক ২৩ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের হাতে।
×