ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

বিহারের মুখমন্ত্রী পদে ফের নীতীশ কুমার

প্রকাশিত: ০৫:৪৪, ২৮ জুলাই ২০১৭

বিহারের মুখমন্ত্রী পদে ফের নীতীশ কুমার

বিহারের মুখ্যমন্ত্রী পদে ফের শপথ নিলেন নীতীশ কুমার। রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী বৃহস্পতিবার সকাল ১০টা শপথ বাক্য পাঠ করান নীতীশ কুমারকে। বুধবার সন্ধ্যায় বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন। ২৪ ঘণ্টার মধ্যে ফের মগধের মসনদে বসলেন নীতীশ কুমার ও পাশাপাশি এদিন বিহারের উপ মুখ্যমন্ত্রী পদে শপথ নেন সুশীল কুমার মোদি। আনন্দবাজার পত্রিকা। দুর্নীতি প্রশ্নে আপসহীন সংগ্রাম চালিয়ে যাবেন, সেই দাবি তুলেই বুধবার মুখ্যমন্ত্রী পদ থেকে সরে দাঁড়ান নীতীশ। এরপর বুধবার রাতেই নীতীশ কুমারের বাড়িতে যান বিজেপি বিধায়করা। সেখানেই বিজেপি ও জেডিইউ-এর ধায়করা বৈঠকে বসেন। সেখানে নীতীশ কুমারকে পরিষদীয় দলনেতা হিসেবে নির্বাচন করা হয়। আরজেডি নেতা লালু প্রসাদের ছেলে তেজস্বী যাদবের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে ইতোমধ্যেই মামলা শুরু করেছে সিবিআই। এরপরই তেজস্বীকে উপমুখ্যমন্ত্রীকে পদত্যাগের নির্দেশ দেন নীতীশ কুমার। কিন্তু, নীতীশের আপত্তি একেবারেই না-পসন্দ ছিল লালু প্রসাদ যাদবের। লালু নিজের অবস্থানে অনড় থাকায় শেষ পর্যন্ত নীতীশকেই সরে দাঁড়াতে হয়।
×