ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বালুসাইর উচ্চবিদ্যালয়ে ইচ্ছে কোড প্রোগ্রামিং ক্যাম্প

প্রকাশিত: ০৪:৫৭, ২৮ জুলাই ২০১৭

বালুসাইর উচ্চবিদ্যালয়ে ইচ্ছে কোড প্রোগ্রামিং ক্যাম্প

স্টাফ রিপোর্টার ॥ শিক্ষার্থীদের মধ্যে কম্পিউটার প্রোগ্রামিংয়ে উৎসাহিত করার লক্ষ্যে, ইচ্ছে কোড স্বেচ্ছাসেবক দল দেশের বিভিন্ন স্কুল কলেজে প্রোগ্রামিং ক্যাম্প আয়োজন করে থাকে। এরই ধারাবাহিকতাই নরসিংদী জেলার সদর উপজেলায় অবস্থিত বালুসাইর উচ্চ বিদ্যালয়ে বৃহস্পতিবার বেলা ১০টায় ইচ্ছে কোড প্রোগ্রামিং ক্যাম্প অনুষ্ঠিত হয়। এখানে নবম দশম শ্রেণীর দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহন করে। ইচ্ছে কোডের দুই প্রতিষ্ঠাতা মোঃ আরিফুজ্জামান ফয়সাল এবং আসিফ ইকবালসহ ইচ্ছে কোডের অন্য সদস্যরা সম্পূর্ন প্রোগ্রামি পরিচালনা করেন। সার্বিক তত্বাবধানে ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইলিয়াছ খান। শিক্ষার্থীদের মধ্যে প্রোগ্রামিং নিয়ে নানাবিধ আলোচনা করা হয়, যার মধ্যে উল্লেখযোগ্য সি প্রোগ্রামিংয়ের ধারণা দেয়া, বাংলাদেশ ইনফরমেটিং অলেম্পিয়াড এবং আনর্জাতিক ইনফরমেটিং অলেম্পিয়াডে অংশগ্রহণে শিক্ষার্থীদের উৎসাহ দেয়া হয়। এরপর শিক্ষার্থীদের মধ্যে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহমূলক পুরষ্কার প্রদান করা হয়।
×