ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে সূচকের সঙ্গে লেনদেনের পতন

প্রকাশিত: ০৩:৪৩, ২৪ জুলাই ২০১৭

পুঁজিবাজারে সূচকের সঙ্গে লেনদেনের পতন

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্যসূচকের নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। রবিবার দুই বাজারেই লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারদর কমেছে। বাজার বিশ্লেষণে দেখা গেছে, ডিএসইতে ৪৭৭ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গত কার্যদিবসের তুলনায় ১৫৮ কোটি ৬৬ লাখ টাকা কম। গত কার্যদিবস বৃহস্পতিবার ডিএসইতে ৬৩৬ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১১০টির, কমেছে ১৬৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৫টির শেয়ারদর। এদিকে, ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ৬ পয়েন্ট কমে ৫ হাজার ৭৭৫ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩১১ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক শূন্য দশমিক ৬২ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১২১ পয়েন্টে। আইডিএলসি ইনভেস্টমেন্টের বাজার পর্যালোচনায় বলা হয়েছে, বিনিয়োগকারীদের অতিসচেতনতার কারণে পুঁজিবাজারে ধীরগতি অব্যাহত রয়েছে। ফলে আগের দিনের তুলনায় বিনিয়োগকারীদের অংশগ্রহণ কমা এবং বাজার পরিস্থিতি একেবারেই মন্দা বলা চলে। এ কারণে আগের দিনের তুলনায় ডিএসইতে মোট ২৪.৪৯ শতাংশ লেনদেন কমেছে। সার্বিকভাবে ডিএসইর লেনদেন কমে দাঁড়িয়েছে ৪৮০ কোটি টাকায়। দিনটিতে ডিএসইতে প্রকৌশল, বস্ত্র এবং ব্যাংক খাতের শেয়ার মোট লেনদেনের ৪৫.১০ শতাংশ দখল করেছে। প্রকৌশল খাতের ইফাদ অটো ও নাভানা সিএনজি, বস্ত্র খাতের প্যারামাউন্ট টেক্সটাইল ও ব্যাংক খাতের মার্কেন্টাইল ব্যাংক সার্বিক লেনদেনে বড় ভূমিকা রেখেছে। সার্বিকভাবে জ্বালানি এবং শক্তি খাতের দর বেড়েছে দশমিক ১০ শতাংশ এবং টেলিযোগাযোগ খাতের দর বেড়েছে দশমিক ১০ শতাংশ। অন্যদিকে সিমেন্ট খাতের দশমিক ৭০ শতাংশ এবং জীবন বীমা কোম্পানির দশমিক ৪০ শতাংশ দর কমেছে।
×