ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মায়ের জন্য এখনও কাঁদেন প্রিন্স উইলিয়াম ও হ্যারি

প্রকাশিত: ০৩:৩১, ২৪ জুলাই ২০১৭

মায়ের জন্য এখনও কাঁদেন প্রিন্স উইলিয়াম ও হ্যারি

মায়ের কোলে হাসি-আনন্দের মধ্যে বেড়ে ওঠার স্মৃতিচারণ করেছেন ব্রিটিশ সিংহাসনের দুই উত্তরাধিকারী প্রিন্স উইলিয়াম ও হ্যারি। তারা বলেন, তাদের মা প্রিন্সেস ডায়ানা সবকিছুতেই বেশ শিশুসুলভ ছিলেন। ডায়ানার মৃত্যুর বিশ বছর পূর্তি উপলক্ষে যুক্তরাজ্যের বেসরকারী আইটিভির একটি প্রামাণ্যচিত্রে তারা বলেন, তাদের মা প্রাসাদের বাইরের বাস্তব জীবনকে উপলব্ধি করতে পারেন। তাই দুই সন্তানকে তিনি দুরন্তপনা ও দুষ্টামিতে উৎসাহিত করতেন। মায়ের মৃত্যুর দিন ফোনে তার সঙ্গে দুই প্রিন্সের ছোট্ট ফোনালাপ হয়েছিল, ওটাই ছিল মা-ছেলের শেষ কথা। সেজন্য দুই ভাই খুবই অনুশোচনা করেন। খবর বিবিসি অনলাইনের। প্রামাণ্যচিত্রে ডায়ানার সঙ্গে তার দুই সন্তানের কিছু অপ্রকাশিত ছবিও দেখান হয়েছে। ভিডিওতে দেখা গেছে, দুই ভাই ব্যক্তিগত এ্যালবাম থেকে তারা মায়ের ছবি দেখছেন। গৃহহীন, এইডস আক্রান্ত মানুষ ও ভূমিতে পুঁতে রাখা মাইন নিষিদ্ধের দাবিতে প্রচারে ডায়ানার বৈশ্বিক প্রভাব ও ব্যক্তিত্বের সঙ্গে তাদের দুই ভাইকে মজার উপায়ে বড় করার স্মৃতিচারণ করেন তারা। ১৯৯৭ সালের ৩১ আগস্ট ফ্রান্সের রাজধানী প্যারিসে গাড়ি দুর্ঘটনায় যখন ডায়ানা মারা যান, তখন তার সন্তান উইলিয়ামের বয়স ১৫ ও হ্যারির ১২। প্রিন্স উইলিয়াম বলেন, টেলিভিশনের এই কর্মসূচীতে অংশ নেয়া প্রথমে আমার জন্য খুব ভীতিকর মনে হয়েছে। কিন্তু তা থেকে বের হতে পেরেছি। তিনি বলেন, আমরাও চাই মায়ের মতো কাজের মধ্যে বেঁচে থাকতে। মায়ের রসবোধের কথা স্মরণ করে প্রিন্স হ্যারি বলেন, ‘আমাদের মা ছিলেন পুরোপুরি শিশুসুলভ, সত্যিকারের মজার মানুষ। তিনি বলেন, মা আমাকে বলতেন, যত পার দুষ্টামি কর, কিন্তু ধরা খেয়ো না। পৃথিবীর রসবোধসম্পন্ন বাবা-মাদের মধ্যে আমার মা ছিলেন একজন। তিনি আমাদের ফুটবল খেলা দেখতে আসতেন এবং কোন এক ফাঁকে মোজার ভিতরে চকোলেট ঢুকিয়ে রাখতেন। প্রিন্স উইলিয়াম বলেন, ‘আমার মা এতটা আনুষ্ঠানিক ছিলেন না। যে কোন হাসিঠাট্টা তিনি বেশ উপভোগ করতেন, মানুষকে চমকে দিতে তিনি পছন্দ করতেন। স্কুল থেকে ফেরার পথে তিনি অনেক মজার মজার ঘটনা বলতেন।’ সিনডি ক্রফোর্ড, ক্রিসটি টার্লিলিংটন ও নাওমি ক্যাম্পবেলসহ সুপার মডেলদের তাদের কেনসিংটন প্রাসাদের বাসায় আমন্ত্রণ জানাতেন ডায়ানা।
×