ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দুই জেলায় সড়ক দুর্ঘটনায় বৃৃদ্ধসহ নিহত ৪

প্রকাশিত: ০৫:৫৪, ২২ জুলাই ২০১৭

দুই জেলায় সড়ক দুর্ঘটনায় বৃৃদ্ধসহ নিহত ৪

জনকণ্ঠ ডেস্ক ॥ দুই জেলায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধসহ নিহত হয়েছে চারজন। আহত হয়েছে ১০ জন। এর মধ্যে বগুড়ার শেরপুরে বাস-ট্রাকের সংঘর্ষে তিনজন এবং জয়পুরহাটে ট্রাকচাপায় নিহত হয়েছে এক বৃদ্ধ। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। জানা গেছে, শুক্রবার দুপুরে বগুড়া-ঢাকা মহাসড়কে বগুড়ার শেরপুর উপজেলার ধনকু-ি এলাকায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত ও ১০ জন আহত হয়েছে। নিহতদের ১ জনের পরিচয় জানা গেছে। তার নাম আবদুল জলিল (৬০)। তিনি বাসের যাত্রী ছিলেন। আহতদের মধ্যে ৭ জন বগুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পুলিশ জানায়, দুপুর পৌনে বারোটার দিকে গাইবান্ধাগামী বর্ণালী এক্সপ্রেস নামে একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ভুট্টাবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। পুলিশ ও ফায়ার সার্ভিস হতাহতদের উদ্ধার করে। ফায়ার সার্ভিস জানায়, আহতদের মধ্যে বেশ কয়েক জনকে তারা উদ্ধার করে মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে দেয়। বগুড়া মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ি জানায়, হাসপাতালে আনার পর পরেই ১ জনকে মৃত অবস্থায় পাওয়া যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও ১ জন মারা যান। নিহত ৩ জনই বাসের যাত্রী বলে পুলিশ জানায়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। শেরপুর থানা পুলিশ জানিয়েছে, এ ব্যপারে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। দুপুর পর্যন্ত নিহতদের পরিচয় জানা যায়নি। হাইওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তারা নিহতদের মধ্যে ১ জনের পরিচয় নিশ্চিত করেছেন। জয়পুরহাট জয়পুরহাটের ক্ষেতলাল-বগুড়া সড়কের হাজিপাড়া মোড়ে রাস্তা পার হতে গিয়ে ছাদেক আলী নামে (৭০) বছরের এক বৃদ্ধ ট্রাকের চাপায় ঘটনাস্থলেই মারা যান। পুলিশ ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যায়। পুলিশ ও এলাকাবাসী জানায়, বগুড়া থেকে ট্রাকটি ক্ষেতলালে আসার সময় হাজিপাড়া মোড়ে ওই গ্রামের ছাদেক আলী বাজার থেকে ফেরার পথে রাস্তা পার হচ্ছিল। তখন ট্রাকের চাপায় তার মৃত্যু হয়।
×