ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নারায়ণগঞ্জে শ্যামল কান্তি ভক্তের জামিন বহাল

প্রকাশিত: ০৪:১৪, ২১ জুলাই ২০১৭

নারায়ণগঞ্জে শ্যামল কান্তি ভক্তের জামিন বহাল

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ বন্দরে এমপি সেলিম ওসমানের কানধরে উঠবস করানো সেই প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তের বিরুদ্ধে এক শিক্ষিকাকে এমপিওভুক্ত করে দেয়ার আশ্বাস দিয়ে ঘুষ গ্রহণের অভিযোগে দায়ের করা মামলায় চার্জ গঠন না হওয়া পর্যন্ত তার জামিন বহাল রাখার নির্দেশ দিয়েছে আদালত। পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতে শ্যামল কান্তি ভক্তকে হাজির করা হলে বিচারক হোসনে আরা বেগম শুনানি শেষে এ আদেশ দেন। শ্যামল কান্তি ভক্ত বলেন, আমাকে নারায়ণগঞ্জ থেকে বিতাড়িত করতেই এ মিথ্যা মামলা দেয়া হয়েছে। শ্যামল কান্তি ভক্তের আইনজীবী সাখাওয়াত হোসেন খান জানান, শ্যামল কান্তি ভক্তকে হয়রানি করার জন্য এ মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় শ্যামল কান্তি ভক্ত বৃহস্পতিবার পর্যন্ত জামিনে ছিলেন। আমরা তার স্থায়ী জামিনের আবেদন করলে বিচারিক আদালত এ মামলায় চার্জ গঠন না হওয়া পর্যন্ত তার জামিন বহাল রাখার নির্দেশন দেয়। গোবিন্দগঞ্জে ১৩২ মাদক বিক্রেতার আত্মসমর্পণ নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ২০ জুলাই ॥ গোবিন্দগঞ্জ উপজেলা কমপ্লেক্স ভবনের সামনে বৃহস্পতিবার মাদক মুক্ত সমাজ গঠনের লক্ষ্যে কমিউনিটি পুলিশিংয়ের এক সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্নস্তরের কর্মকর্তাবৃন্দ ছাড়াও রাজনৈতিক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে রংপুর রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুকসহ বক্তব্য রাখেন জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল, গোবিন্দগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফারুক কবির আহমেদ, পৌর মেয়র আতাউর রহমান সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান আকতারা বানু রূপা, মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম আজাদ, মহিমাগঞ্জ ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল লতিফ প্রধান, দরবস্ত ইউপি চেয়ারম্যান আরম শরিফুল ইসলাম জর্জ, পৌর কমিউনিটি পুলিশিংয়ের আহ্বায়ক মুকিতুর রহমান রাফি, গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুজিবর রহমান, উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সদস্য সচিব ফিরোজ খা নুন, উপাধ্যক্ষ বছির আহমেদ, অধ্যক্ষ আহসান হাবীব, কৃষ্ণ কুমার চাকী প্রমুখ। অনুষ্ঠানে গোবিন্দগঞ্জ উপজেলার ১৩২ মাদক ব্যবসায়ী আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার অঙ্গীকার করে। এসময় তারা তাদের পুনর্বাসনের জন্য কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানান। অনুষ্ঠানের শুরুতে মাদক বিরোধী এক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। ঈশ্বরদীতে শতাধিক বাচ্চাসহ দুই গোখরা উদ্ধার স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ মুলাডুলি ইউনিয়নের দরগাপাড়া গ্রামের সিরাজ উদ্দিন প্রামানিকের ছেলে মাহাবুবুর রহমান মিন্টুর বাড়ি থেকে দুটি বড় গোখরা, ১০৭ বাচ্চা ও ৩৬ ডিম পাওয়া গেছে। বুধবার সন্ধ্যার পর হতে গভীর রাত পর্যন্ত মিন্টুর বাড়ির একটি ঘরের বিভিন্ন জায়গায় তল্লাশি করে সাপগুলো বের করা হয়। স্থানীয় সাপুড়ে ঘরের বিভিন্ন জায়গা থেকে সাপগুলো উদ্ধার করে বাহিরে নিয়ে আসেন। এসব সাপ দেখতে বৃহস্পতিবার সকালে বহু মানুষ ওই বাড়িতে ভিড় জমায়।
×