ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিএ (অনার্স) এম এ (ইংরেজি);###;সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ;###;ইংরেজি বিভাগ;###;ইস্পাহানী বিশ্ববিদ্যালয় কলেজ, কেরানীগঞ্জ;###;পরীক্ষক ঢাকা বোর্ড ও জাতীয় বিশ্ববিদ্যালয়;###;প্রাক্তন প্রভাষক, ন্যাশনাল আইডিয়াল কলেজ, ঢাকা।;###;মোবাইলঃ ০১৮৫৩-১১১-৩০০;###;ঊ-স

একাদশ-দ্বাদশ শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৬:০৯, ২০ জুলাই ২০১৭

একাদশ-দ্বাদশ শ্রেণির পড়াশোনা

বিষয় ॥ ইংরেজি মোসলেহ্ উদ্দিন (শুভ) সুতরাং শুরু করা যাক- বাক্যের অর্থ পরিবর্তন না করে অন্য বাক্য রুপান্তরিত করার নিয়মকে Transformation of Sentence বলে। Sentence এর নি¤œলিখিত রুপান্তরকে Transformation এর অন্তর্ভুক্ত করা হয়। যেমনঃ- 1. Affirmative to Negative. 2. Assertive to Interrogative. 3. Exclamatory to Assertive. ৪. Simple, Complex ও Compound Sentence এর মধ্যে পরস্পর পরিবর্তন। ৫. Positive, Comparative ও Superlative এর মধ্যে পরস্পর পরিবর্তন। ৬. Active Voice কে Passive Voice এ রুপান্তর। Affirmative to Negative: Rule 1: Affirmative Sentence কে Negative Sentence এ পরিবর্তন করার নিয়মঃ- বস্তুর ক্ষেত্রে only এর জায়গায় nothing but ব্যবহৃত হয় এবং বয়সের ক্ষেত্রে only এর পরিবর্তে not more than বসে। যেমন ঃ- Affirmative: He has only a fwe pens. Negative: He has nothing but a fwe pens. Affirmative: He was only twenty five. Negative: He was not more than twenty five. সাধারনতঃ Affirmative Sentence এর Only/Alone এর পরিবর্তে বাক্যের শুরুতে None but বসিয়ে Negative করা হয়। যেমনঃ- Affirmative:- Only Allah can help us. Negative: None but Allah can help us. Rule 2. Affirmative Sentence এ Must থাকলে তার জায়গায় Can not but, Can not help বসে। তবে Can not help এর পরে যে verb থাকে তার সাথে ing যোগ করতে হবে। যেমনঃ- Affirmtive: I must go there. Negative: I Cannot but go there. Affirmative: We must obey the rules. Negative: We can not help obeying the rules. Rule 3. Affirmative Sentence এ যদি Every থাকে, তবে Negative করার সময় Every এর পরিবর্তে There is no বসে+ Every এর পরে শব্দটি বসে + but বসে + Sentence এর বাকী অংশ বসে যেমন- Affirmative: Every Mother loves her child. Negative: There is no Mother but loves her child. Rule 4. Affirmative Sentence কে Negative করার সময় Axuiliary verb এর পরে Not বসাতে হয় এবং Sentence এর মধ্যে অবস্থিত Adjective টির বিপরীত Word টি বসাতে হয়। Affirmative: He is a good boy. Negative: He is not a bad boy. Affirmative: We are happy. Negative: We are not unhappy. কিছু বিপরীতার্থক শব্দের নমুনাঃ Happy-Unhappy Honest-Dishonest Good-Bad. Always-Never. Friend-Foe Present-Absent Mortal-immortal Rich-poor Wise-Unwise Love-Hate Affirmative to Negative Exercise: 1. Only Rahim was present there. 2. Only Rita can do it. 3. You must obey your parents. 4. Everyone wants to be happy. 5. The man is honest.
×