ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বন্যার্তদের দুর্দশা লাঘবে কর্মসূচী নেয়া হয়েছে ॥ মায়া

প্রকাশিত: ০৭:০৪, ১৯ জুলাই ২০১৭

বন্যার্তদের দুর্দশা লাঘবে কর্মসূচী নেয়া হয়েছে ॥ মায়া

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ তিস্তা পাড়ের বন্যাদুর্গতরা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এমপিকে কাছে পেয়ে বলে উঠেছে আমরা ত্রাণ চাই না, ত্রাণের জন্য আমরা হাহাকার করি না। হাহাকার করি শুধু কয়েকটি বাঁধ নির্মাণের দাবি নিয়ে। আমাদের তিস্তা পাড়ের নীলফামারীর পূর্বছাতনাই, টেপাখড়িবাড়ি ও ঝুনাগাছ চাঁপানী ইউনিয়নের চারটি বাঁধ নির্মাণ করে দিলে ৪ হাজার পরিবার বন্যার হাত হতে রক্ষা পাবে। মঙ্গলবার দুপুরে ডিমলা উপজেলার তিস্তা নদীর প্রত্যন্ত বন্যাকবলিত এলাকা পরিদর্শন শেষে ডালিয়া আর্দশ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ত্রাণ বিতরণের এক সমাবেশে মন্ত্রী বন্যাদুর্গতদের কথা শোনার পর এসব কথা বলেন। জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীমের সভাপতিত্বে উপস্থিত ছিলেনÑ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ শাহ কামাল, দুর্যোগ ব্যবস্থাপনা মহাপরিচালক রিয়াজ আহমেদ, সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার, সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা, পুলিশ সুপার জাকির হোসেন খান, জেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীন, জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক মমতাজুল হক, ডিমলা উপজেলা চেয়ারম্যান তবিবুর রহমান প্রমুখ।
×