ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জঙ্গী নেতা হাতকাটা মাহফুজকে জিজ্ঞাসাবাদ করতে ভারতীয় তদন্ত দল ঢাকায়

প্রকাশিত: ০৫:৩৯, ১৮ জুলাই ২০১৭

জঙ্গী নেতা হাতকাটা মাহফুজকে জিজ্ঞাসাবাদ করতে ভারতীয় তদন্ত দল ঢাকায়

গাফফার খান চৌধুরী ॥ গুলশানের হলি আর্টিজানে হামলার অস্ত্রগোলাবারুদ সরবরাহকারী জঙ্গী নেতা হাতকাটা মাহফুজকে জিজ্ঞাসাবাদ করতে আরও তিন সদস্যের ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনীর একটি দল বাংলাদেশে এসেছে। এর আগে আসা ভারতের স্পেশাল টাস্কফোর্সের তিন সদস্যের দলটি এখনও জঙ্গী মাহফুজকে জিজ্ঞাসাবাদ করছে। মাহফুজের দেয়া তথ্য মোতাবেক বাংলাদেশ ও ভারতে জঙ্গী গ্রেফতারে কম্বিং অপারেশন চলছে। অভিযানে দুই দেশে খুবই গুরুত্বপূর্ণ ও দুর্ধর্ষ বেশ কিছু জঙ্গী গ্রেফতার হয়েছে। ভারতে গ্রেফতারকৃতদের মধ্যে ৫ জন উচ্চ পর্যায়ের জঙ্গী নেতা রয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করতে স্বল্প সময়ের মধ্যেই বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর একটি উচ্চ পর্যায়ের দল ভারতে যাচ্ছে। দুই দেশে গ্রেফতার জঙ্গী ও সন্ত্রাসীদের তালিকা আদান প্রদান হয়েছে। জঙ্গী নেতা মাহফুজ জঙ্গী অর্থায়ন, জঙ্গীদের ব্যবহৃত অস্ত্রগোলাবারুদ সংগ্রহের পথ ও পদ্ধতি এবং চোরাচালান ছাড়াও দুই দেশের জঙ্গীবাদ সম্পর্কিত বহু চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। পুলিশ সদর দফতরের উচ্চ পর্যায়ের ওই সূত্রে আরও জানা গেছে, গত ১৫ জুলাই তিন সদস্যের ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ঢাকায় আসেন। তারা পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের সঙ্গে জঙ্গী নেতা মাহফুজকে জিজ্ঞাসাবাদ করেন। ভারতীয় দলটি ২০১৪ সালের ২ অক্টোবর ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমানে খাগড়াগড়ে জেএমবির আস্তানায় বিস্ফোরণে হতাহত ও গ্রেফতারকৃতদের সম্পর্কে যাবতীয় বিষয়াদি মাহফুজের কাছে জানতে চান। মাহফুজ জিজ্ঞাসাবাদে বাংলাদেশ ও ভারতে জঙ্গীদের অবস্থান, তাদের অনুসারীর সংখ্যা, বাংলাদেশ ও ভারতে অবস্থানরত জঙ্গীদের নাম পরিচয় ও সংখ্যা, অস্ত্রগোলাবারুদ ব্যবহারের পরিমাণ, মজুদের পরিমাণ, কোন কোন পথে, কারা অস্ত্রগোলাবারুদ সরবরাহ করে, এসব অস্ত্রগোলাবারুদ কাদের মাধ্যমে বিভিন্ন জায়গায় যায়, তাদের নেটওয়ার্ক ও চোরাচালানসহ নানা বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দেয়। সেই তথ্য যাচাই-বাছাই করতেই শনিবার ভারতের জাতীয় তদন্ত সংস্থার (এনআইএ) তিন সদস্যের আরেকটি দল ঢাকায় আসেন। এ ব্যাপারে যোগাযোগ করা হলে পুলিশ সদর দফতরের গোপনীয় শাখার সহকারী মহাপরিদর্শক (এআইজি) মোঃ মনিরুজ্জামান এ তথ্যের সত্যতা নিশ্চিত করে জনকণ্ঠকে জানান, মাহফুজ ইতোপূর্বে আসা তিন সদস্যের প্রতিনিধি দলের কাছে জঙ্গী অর্থায়ন, চোরাচালান, ভারতে ও বাংলাদেশে কি পরিমাণ জঙ্গী রয়েছে সে সম্পর্কিত তথ্য, অস্ত্রগোলাবারুদের রুটসহ নানা বিষয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। সেই তথ্য যাচাই-বাছাই করতেই শনিবার তিন সদস্যের এআইএর একটি দল ঢাকায় আসেন। তারাও মাহফুজকে জিজ্ঞাসাবাদ করবে। পাশাপাশি ভারতীয় দল দুটি দেশের জঙ্গীবাদ নির্মূলের বিষয়ে কাজ করতে বাংলাদেশের সঙ্গে কাজ করছেন। মাহফুজের দেয়া তথ্য মোতাবেক বাংলাদেশ ও ভারতে বহু কম্বিং অপারেশন পরিচাতি হয়েছে। অভিযানে দুই দেশেই বেশ কিছু দুর্ধর্ষ জঙ্গী ও সন্ত্রাসী গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃতদের সম্পর্কিত তথ্য ও তালিকা ভারতীয় প্রতিনিধি দলের সঙ্গে তাদের আদান প্রদান হয়েছে। যার যার দেশের ওয়ান্টেড নাগরিকদের যার যার দেশে ফেরত পাঠানোর বিষয়ে খোলামেলা আলোচনা হয়েছে বৈঠকে। ভারতে গ্রেফতার হওয়া কয়েকজন বাংলাদেশী দুর্ধর্ষ জঙ্গী ও সন্ত্রাসী রয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করতে স্বল্প সময়ের মধ্যেই বাংলাদেশের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ভারতে যাচ্ছেন।
×