ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে মুনাফা তোলার চাপ

প্রকাশিত: ০৩:৫৩, ১৮ জুলাই ২০১৭

পুঁজিবাজারে মুনাফা তোলার চাপ

অর্থনৈতিক রিপোর্টার ॥ ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্যসূচকের নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। সোমবার দুই বাজারেই লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার দর কমেছে। বিনিয়োগকারীদের মুনাফা তোলার চাপেই দর সংশোধন হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। বাজার বিশ্লেষণে দেখা গেছে, ডিএসইতে ১ হাজার ১৪৭ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের তুলনায় ১১৫ কোটি ৮৬ লাখ টাকা কম। রবিবার ডিএসইতে ১ হাজার ২৬৩ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। সোমবার ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৮২টির, কমেছে ২১৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির শেয়ার দর। এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ২০ পয়েন্ট কমে ৫ হাজার ৮২৪ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩২৪ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক শূন্য দশমিক ৩৩ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৩৩ পয়েন্টে। আইডিএলসি ইনভেস্টমেন্টের বাজার পর্যালোচনায় দেখা গেছে, বিনিয়োগকারীদের মুনাফা তোলার কারণে ডিএসইর সার্বিক সূচকটি আগের দিনের তুলনায় কমেছে ২০.৩০ পয়েন্ট। দিনটিতে ডিএসইতে মোট ২১৪টি কোম্পানির দর সংশোধনের বিপরীতে বেড়েছে মোট ৮২টি কোম্পানির দর। মুনাফা তোলার দিনে প্রকৌশল ও বস্ত্র খাতের কোম্পানিগুলোর চাহিদা বেশি ছিল। বীমা খাতের কোম্পানিগুলোর দিনটিতে দর কমেছে বেশি। সার্বিকভাবে সোমবারে আগের দিনের চেয়ে মোট ৯.২ শতাংশ হারে লেনদেন কমেছে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : কনফিডেন্স সিমেন্ট, ইফাদ অটো, কেয়া কসমেটিক, মবিল যমুনা বিডি, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, ডরিন পাওয়ার, লঙ্কাবাংলা ফিন্যান্স, আফতাব অটো ও ফু-ওয়াং ফুড। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : বিডি অটোকার, ইউনিক হোটেল, আইপিডিসি, এপেক্স স্পিনিং, আইসিবি এএমসিএল ২য় মিউচুয়াল ফান্ড, কনফিডেন্স সিমেন্ট, সিমটেক্স, ফরচুন সুজ, রংপুর ফাউন্ড্রি ও শাহজিবাজার পাওয়ার। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : ইউনাইটেড ইন্স্যুরেন্স, মেঘনাপেট, মেঘনা কনডেন্স মিল্ক, কে এ্যান্ড কিউ, ফু-ওয়াং ফুড, শাইনপুকুর সিরামিক, তুং হাই নিটিং, জেনারেশন নেক্সট ফ্যাশন, কেয়া কসমেটিক, তুং হাই নিটিং ও নুরানী ডাইং। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সেঞ্জে (সিএসই) ৬৩ কোটি ৫১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৭১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ৫৪ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৬৯টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৮২টির, কমেছে ১৬৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টি কোম্পানির শেয়ার। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিক, আফতাব অটো, কেয়া কসমেটিক, ফু-ওয়াং ফুড, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, বে´িমকো, জেনারেশন নেক্সট ফ্যাশন, ইফাদ অটো, আমান ফিড ও কনফিডেন্স সিমেন্ট।
×