ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চীন-যুক্তরাষ্ট্র ব্যবসা বাণিজ্য বেড়েছে

প্রকাশিত: ০৪:১১, ১৭ জুলাই ২০১৭

চীন-যুক্তরাষ্ট্র ব্যবসা বাণিজ্য বেড়েছে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে প্রথম সরাসরি বৈঠকের পর দু’দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য বেড়েছে। তবে একই সময় দেশ দুটির মধ্যে কূটনৈতিক বিবাদও বেড়েছে। এএফপি। ট্রাম্পের আমন্ত্রণে শি এপ্রিলে যুক্তরাষ্ট্র সফর করেন। ফ্লোরিডার নিজের বিলাসবহুল রিসোর্টে ট্র্রাম্প শি’কে স্বাগত জানিয়েছিলেন। ওই বৈঠকের পর তিন মাস পার হয়েছে। এ সময়ে দুই দেশ কয়েক বৃহৎ অর্থনৈতিক প্রকল্পে যৌথ উদ্যোগ নিয়ে এগিয়েছে। ট্রাম্প বৃহস্পতিবার প্যারিসে বক্তৃতাকালে শি’কে তার বন্ধু হিসেবে অভিহিত করেন। তিনি শি’কে একজন ‘ভাল নেতা’, শ্রদ্ধাভাজন ব্যক্তি ও ‘খুবই মেধাবী মানুষ’ হিসেবে অভিহিত করেন। চীনের প্রতি ট্রাম্পের এ মনোভাব একতরফা ছিল না। একদিন আগেই চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মন্তব্য করেন, চীন-মার্কিন সম্পর্কে ‘ইতিবাচক অগ্রগতি’ অর্জিত হয়েছে। মুখপাত্র বলেন, দু’দেশের নেতাদের পারস্পরিক মতৈক্যের ভিত্তিতে দেশ দুটির সম্পর্ক ইতিবাচক পথে অগ্রসর হয়েছে। ফ্লোরিডার মার এ লাগো রিসোর্টে শি-ট্রাম্প বৈঠকের ১শ’ দিনপূর্তিতে এ বিষয়ে অগ্রগতি কতটা হলো তা নিয়ে দু’পক্ষই পর্যালোচনায় বসেছে। দু’পক্ষই মনে করে, সেবা খাত, বিনিয়োগ, জ্বালানি ও বাণিজ্য ক্ষেত্রে দেশ দুটির মধ্যে পারস্পরিক সহযোগিতা বেড়েছে। ব্রুকিংস ইনস্টিটিউটের বিশ্লেষক ইভান্স রিভার এএফপিকে বলেন, ‘উভয়পক্ষই আপাতদৃষ্টে মনে করছে ১শ’ দিনে দুই নেতার ইকোনমিক এ্যাকশন প্ল্যান সঠিক পথে এগিয়েছে।’ বেজিংয়ের ইউএস-চায়না বিজনেস স্কুলের শীর্ষ কর্মকর্তা জেক পার্কার মনে করেন, সামগ্রিকভাবে দেখলে এ সময়ের মধ্যে দু’দেশের সম্পর্কে অগ্রগতি হয়েছে। তবে বিদেশী বিনিয়োগের ওপর বিধিনিষেধ আরোপের ইস্যুগুলো দু’দেশের জন্য অনেক কাজ এখনও বাকি। মৌরিতানিয়ায় বিতর্কিত গণভোট আয়োজনের প্রতিবাদে বিক্ষোভ মৌরিতানিয়ায় সংবিধান পরিবর্তনের লক্ষ্যে বিতর্কিত গণভোট আয়োজনের প্রতিবাদে শনিবার দেশটির বিভিন্ন রাস্তায় কয়েক হাজার লোক বিক্ষোভ করেছে। এক সাংবাদিক একথা জানিয়েছেন। একটি বিরোধী জোট এ বিক্ষোভের ডাক দেয়। ৫ আগস্ট বিতর্কিত এ গণভোট হওয়ার কথা রয়েছে। ‘নো’ নামের এ জোটটিতে ইসলামপন্থী ও দাসবিরোধী কর্মীরা রয়েছেন। গণভোটের মাধ্যমে সিনেট বিলুপ্তি ও জাতীয় পতাকা পরিবর্তন করার পদক্ষেপ নেয়া হয়েছে। জোটটির সকলেই এর বিরোধিতা করে আসছে। -এএফপি
×