ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

তিন অপহরণকারী গ্রেফতার ॥ দুই ছাত্রী উদ্ধার

প্রকাশিত: ০৫:১৭, ১৬ জুলাই ২০১৭

তিন অপহরণকারী গ্রেফতার ॥ দুই ছাত্রী উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ, ১৫ জুলাই ॥ গোপালগঞ্জে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিন অপহরণকারীসহ ১৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় দুই স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়। শুক্রবার গভীর রাত থেকে শনিবার বিকেল পর্যন্ত এ অভিযান চালায় পুলিশ। গ্রেফতারকৃত অপহরণকারীরা হলোÑ কোটালীপাড়া উপজেলার কুরপালা গ্রামের লাল মিয়া শেখের ছেলে কবির শেখ, সদর উপজেলার কাজুলিয়া গ্রামের সোহরাব দাড়িয়ার ছেলে আল আমীন দাড়িয়া ও একই গ্রামের মজিবুল মোল্যার ছেলে মোঃ শাহেদ মোল্যা।উদ্ধারকৃতরা হলোÑ গোপালগঞ্জর কোটালীপাড়া উপজেলার দিঘলিয়া গ্রামের লিয়াকত হোসেনের মেয়ে ফাতেমা আক্তার নদী ও বাগেরহাটের মোল্যাহাট উপজেলার নূর ইসলামের মেয়ে সীমা। কোটালীপাড়া থানার ওসি মোঃ কামরুল ফারুক জানান, কয়েক দিন আগে কোটালীপাড়া উপজেলার দিঘলিয়া গ্রামের লিয়াকত হোসেনের ৭ম শ্রেণী পডুয়া মেয়ে ফাতেমা আক্তার নদী ও বাগেরহাটের মোল্লাহাট উপজেলার নূর ইসলামের মেয়ে সীমাকে অপহরণ করে অপহরণকারীরা। এরপর তাদের পরিবারের কাছে ফোন করে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। দরদাম করে ২০ হাজার টাকার বিনিময়ে ছেড়ে দেয়ার আশ্বাস দেয় অপহরণকারীরা। পরে পুলিশ মোবাইল ট্রাকিংয়ের মাধ্যমে শনিবার দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার কাজুলিয়া গ্রামে অভিযান চালিয়ে আলাদা দু’বাড়ী থেকে অপহরণের শিকার ফাতেমা আক্তার নদী ও সীমাকে উদ্ধার করে পুলিশ। এ সময় অপহরণকারী কবির শেখ, আল আমিন হোসেন ও মোঃ সাহেদকে গ্রেফতার করা হয়। শাবির ৪ ছাত্রলীগ কর্মী বহিষ্কার যৌন হয়রানি ও নির্যাতন শাবি সংবাদদাতা ॥ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বাইরে থেকে বেড়াতে আসা এক স্কুলছাত্রীকে যৌন হয়রানি করার ঘটনায় এবং এর প্রতিবাদকারী দুই সাংবাদিককে মারধর করায় শাখা ছাত্রলীগের চার কর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করেছে প্রশাসন। শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ২০৪তম সিন্ডিকেট সভা থেকে এ সিদ্ধান্ত নেয়া হয়। বহিষ্কৃতরা হলেন সমাজকর্ম বিভাগের মাহমুদুল হাসান রুদ্র, পরিসংখ্যান বিভাগের সাজ্জাদ হোসেন রিয়াদ, নৃবিজ্ঞান বিভাগের রাহাত সিদ্দীকি, পলিটিক্যাল স্টাডিজ বিভাগের সুমন সরকার জনি। এর মধ্যে রাহাত এবং সুমনকে বহিষ্কারের পাশাপাশি এক হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। বহিষ্কৃতরা শাখা ছাত্রলীগ (স্থগিত কমিটি) সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থের অনুসারী। এ ঘটনায় সিন্ডিকেট থেকে সঞ্জীবন চক্রবর্তী পার্থকেও সতর্ক করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্টর মোঃ ইশফাকুল হোসাইন বলেন, সিন্ডিকেট সভায় শৃঙ্খলা কমিটির সকলের উপস্থিতে তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে তাদের বহিষ্কার করা হয়েছে।
×