ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

৫ লাখ টন লবণ আমদানির সিদ্ধান্তে হতাশ লবণচাষীরা

প্রকাশিত: ০৩:৫৫, ১৪ জুলাই ২০১৭

৫ লাখ টন লবণ আমদানির সিদ্ধান্তে হতাশ লবণচাষীরা

মঈনুদ্দিন হাছান, কুতুবদিয়া, কক্সবাজার ॥ গেল মৌসুম ও পরবর্তী সময়ে লবণের দাম কিছুটা স্থির থাকায় চাষীরা আগেভাগে চড়ামূল্যে জমি বর্গা ও শ্রমিক ঠিক করে প্রস্তুত হয়ে আছে আগামী মৌসুমের জন্য। এ অবস্থায় সরকারের আন্তঃবাণিজ্য মন্ত্রণালয়ের এক সভায় ৫ লাখ মে.টন লবণ আমদানির খবরে চরম আতঙ্ক ও হতাশা ছড়িয়ে পড়েছে দেশের একমাত্র লবণ উৎপাদনকারী এলাকা কুতুবদিয়াসহ গোটা কক্সবাজারের লাখ লাখ চাষীর মাঝে। এছাড়াও শুল্ক ফাঁকি দিয়ে চীন থেকে আনা ২ হাজার টনের একটি লবণের চালান চট্টগ্রাম বন্দরে খালাসের প্রচেষ্টাকালে গত ২০ জুন আটক করেছে শুল্ক কর্মকর্তারা। জালিয়াতির মাধ্যমে আনা রাসায়নিক মিশ্রিত এ লবণ মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর বলে বিশেষজ্ঞ রিপোর্টে বলা হয়েছে। এ পরিস্থিতিতে অসাধু ব্যবসায়ীরা বেচাকেনা বন্ধ রেখে মণপ্রতি সাড়ে ৫শ’ টাকা দামের লবণ হঠাৎ করে বর্তমানে নিয়ে এসেছে ৩শ’ টাকায়। দক্ষিণ চট্টগ্রাম তথা কক্সবাজার বিদ্বেষী কতিপয় উচ্চপদস্থ আমলা ও অসাধু মিল মালিক নেতৃবৃন্দ যোগসাজশে সরকারের নীতিনির্ধারক পর্যায়ে ভুল ধারণা সৃষ্টির মাধ্যমে আমদানির এ সিদ্ধান্ত দেশীয় লবণ শিল্পকে ধ্বংসসহ সরকারকে আমদানি নির্ভর করে রাখার কায়েমি ষড়যন্ত্র বলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে একমাত্র লবণ উৎপাদনের ওপর নির্ভরশীল কুতুবদিয়াসহ কক্সবাজারবাসী। আরও কয়েকটি চোরাকারবারি সিন্ডিকেট অবৈধভাবে বিদেশ থেকে লবণ নিয়ে আসার নানা ফন্দি-ফিকিরে মেতে উঠেছে জানা গেছে। সপ্তাহে ৭ দিনই বেনাপোল বন্দর ২৪ ঘণ্টা খোলা রাখতে হবে স্টাফ রিপোর্টার, বেনাপোল ॥ জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নজিবুর রহমান বলেছেন, দেশে রাজস্ববান্ধব সংস্কৃতি প্রতিষ্ঠিত হয়েছে এবং এই সংস্কৃতির সুফল ২০১৭-১৮ অর্থবছরে পাওয়া যাবে। জনগণের সহযোগিতায় রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা যত বড়ই হোক না কেন বাংলাদেশের যে অর্থনৈতিক সম্ভাবনা তৈরি হয়েছে প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্বে তা সূচীত হয়েছে। বেনাপোল স্থলবন্দরকে একটি আন্তর্জাতিকমানের বন্দরে রূপান্তরিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। সেজন্য সপ্তাহে ৭ দিনই বেনাপোল বন্দরকে ২৪ ঘণ্টা খোলা রাখতে হবে। তিনি আজ দুপুরে বেনাপোল বন্দরের অবকাঠামো উন্নয়ন ও রাজস্ব আহরণ বিষয়ক এক মতবিনিময় সভায় এ কথা বলেন।
×