ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দুর্গাপুর পৌর সভার বাজেট ঘোষণা

প্রকাশিত: ০৫:১৮, ১৩ জুলাই ২০১৭

দুর্গাপুর পৌর সভার বাজেট ঘোষণা

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর, নেত্রকোনা, ১২ জুলাই ॥ নেত্রকোনা জেলার দুর্গাপুর পৌরসভার (২০১৭-২০১৮) অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার দুর্গাপুর পৌরসভা কার্যালয়ে এই বাজেট ঘোষণা করেন পৌর মেয়র আবদুস ছালাম। প্রস্তাবিত বাজেটে রাজস্ব খাতে মোট আয় ধরা হয়েছে তিন কোটি ৩৮ লাখ ৫০ হাজার টাকা। উন্নয়ন খাত থেকে আয় ধরা হয়েছে ৬ কোটি ৭৫ লাখ টাকা। প্রকল্প খাত থেকে আয় আসবে সাত কোটি ১০ লাখ টাকা। মূলধন খাতে আয় ১৯ লাখ ৫০ হাজার টাকা। সবমিলিয়ে মোট বাজেট ১৭ কোটি ৪৩ লাখ টাকা। বাজেট ঘোষণার সময় অন্যদের মধ্যে ছিলেন কাউন্সিলর আকরাম হোসেন, সাচ্চু মিয়া, মশিউর রহমান বাদল, পৌর ইঞ্জিনিয়ার নওশাদ আলমসহ অন্যান্য কর্মকর্তা। কচুয়া নিজস্ব সংবাদদাতা কচুয়া, চাঁদপুর থেকে জানান, নতুন কোন কর আরোপ ছাড়াই কচুয়া পৌরসভার ২০১৭-১৮ অর্থবছরের ২৬ কোটি ৭ লাখ ২৫ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার পৌরসভার সম্মেলন কক্ষে বাজেট ঘোষণা করেন পৌর মেয়র নাজমুল আলম স্বপন। বাজেটে আয় ধরা হয়েছে ৩ কোটি ৯২ লাখ ৫৪ হাজার ৫শ’ ১৩, ব্যয় ৩ কোটি ৭৫ লাখ ৮৭ হাজার ৮শ’ ৪৩, উদ্বৃত্ত দেখানো হয়েছে ৮ লাখ ৪৭ হাজার ৮শ’ ৪৩ টাকা। বাজেট অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির। এ সময় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নীলিমা আফরোজ। ফেনীতে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত নিজস্ব সংবাদদাতা, ফেনী, ১২ জুলাই ॥ র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত ও অপর ডাকাত গুলিবিদ্ধ হয়েছে। বুধবার ভোরে রাতে ফেনী সদর থানার লেমুয়া এলাকায় এ ঘটনা ঘটে বলে র‌্যাব জানিয়েছে। র‌্যাব-৭ সিপিসি-১-এর অধিনায়ক স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিম জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লেমুয়া এলাকায় যানবাহনে ডাকাতি এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব টহল দল সেখানে যায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা র‌্যাবের ওপর গুলি চালায়। র‌্যাবও পাল্টা গুলি চালায়। এতে ২ ডাকাত গুলিবিদ্ধ হয়। ঘটনাস্থল থেকে ২টি ওয়ান শুটার গান উদ্ধার হয়। হাসপাতাল সূত্র জানায়, আহতের নাম নূর হোসেন সেলিম এবং নিহতের নাম ফয়সল, তার লাশ ফেনী সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে। সেলাই মেশিন বিতরণ স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ কক্সবাজার চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে কক্সবাজার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ২০ নারী উদ্যোক্তাদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। কক্সবাজার চেম্বার অব কামার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির ভারপ্রাপ্ত সভাপতি আবু মোরশেদ চৌধুরীর সভাপতিত্বে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আলী হোসেন। মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম মজুমদার, অতিরিক্ত জেলা প্রশাসক কাজী আবদুর রহমান ও কক্সবাজার চেম্বার অব কামার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি উদয় শংকর পাল মিঠুসহ পরিচালকরা উপস্থিত ছিলেন। বাল্যবিয়ে বন্ধে মতবিনিময় সংবাদদাতা, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, ১২ জুলাই ॥ পীরগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়নে বাল্যবিবাহ বন্ধ করা, যৌতুক, মাদক, ইভটিজিং, সন্ত্রাস-নাশকতা ও জঙ্গীবাদ প্রতিরোধে ঠাকুরগাঁও জেলা প্রশাসক আব্দুল আওয়াল স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেছেন। মঙ্গলবার রাতে সৈয়দপুর ইউনিয়ন পরিষদ হলরুমে ইউপি চেয়ারম্যান একরামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আব্দুল আওয়াল। অন্যদের মধ্যে উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, উপজেলা নির্বাহী অফিসার এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার, থানা অফিসার ইনচার্জ আমিরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
×