ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নড়াইলে মাদকের ছোবল ॥ বিপথে যুবসমাজ

প্রকাশিত: ০৬:৩৬, ১২ জুলাই ২০১৭

নড়াইলে মাদকের ছোবল ॥ বিপথে যুবসমাজ

রিফাত-বিন-ত্বহা, নড়াইল থেকে ॥ নড়াইলে মাদকের ভয়াল ছোবলে যুবসমাজ থেকে শুরু করে কিশোর-কিশোরী পর্যন্ত এখন অনিরাপদ হয়ে পড়েছে। স্কুলপড়য়া ছাত্র ও যুবসমাজ মাদকসেবী থেকে পরিণত হচ্ছে মাদক বিক্রেতায়। ইয়াবা, ফেনসিডিল, গাঁজা থেকে শুরু করে বিভিন্ন ধরনের মাদকের ছোবল এখন শহর থেকে গ্রামে ছড়িয়ে পড়েছে। স্কুলগামী ছাত্রীরা পর্যন্ত মাদকের নেশায় আসক্ত হয়ে পড়ছে। কোন কোন পরিবারের সবাই আবার মাদক বিক্রিতে জড়িয়ে পড়েছে। নড়াইল জেলায় মাদকের ভয়াল থাবার চিত্র ফুটে উঠেছে ফেব্রুয়ারি মাসের ২৩ থেকে ১১ জুলাই পর্যন্ত জেলার ৩টি উপজেলার ৪টি থানায় দায়েরকৃত মামলার পরিসংখ্যানে। পাঁচ মাসে ৪টি থানায় ২৮৪টি মাদকের মামলা হয়েছে। গ্রেফতার হয়েছে ৩৫৩ জন মাদকসেবী ও বিক্রেতা। উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ মাদকদ্রব্য। আত্মসমর্পণ করেছে শতাধিক। এদিকে জেলাকে মাদকমুক্ত করতে ৯ জুলাই থেকে আবারও ১শ’ দিনের বিশেষ অভিযান শুরু করেছে জেলা পুলিশ প্রশাসন। নড়াইলে পুলিশের মাদকবিরোধী চলমান অভিযানে এসব তথ্য বেরিয়ে এসেছে। পুলিশের মাদকবিরোধী অভিযানে এখন স্কুলপড়য়া ছাত্ররাই বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। নবম, দশম শ্রেণীর ছাত্রসহ বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা মাদকবহনের কাজে ব্যবহৃত হচ্ছে। এদের অনেকে চলমান মাদকবিরোধী অভিযানে আটকও হয়েছে। অন্য শ্রেণী-পেশার মানুষও মাদকপাচারের সঙ্গে জড়িত রয়েছে। মাদকের ভয়াবহতা থেকে বিপথগামী যুবসমাজকে রক্ষা করতে এখন পুলিশসহ আইন প্রয়োগকারী সংস্থা অভিযানের মাত্রা বাড়িয়ে দিয়েছে। এদিকে নড়াইলে মাদক ও জঙ্গীবাদের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স ঘোষণা করেছে। এ ঘোষণা বাস্তবায়ন করতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও থানা-পুলিশ জেলার তিন উপজেলার বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রেখেছে। পুলিশের ব্যাপক তৎপরতার কারণে মাদক ব্যবসায়ী ও সেবনকারীরা অনেকটা দিশেহারা হয়ে পড়েছে। মাদক ও জঙ্গীবাদের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স ঘোষণাকে সচেতনমহল সাধুবাদ জানিয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন অভিভাবক জনকণ্ঠকে জানান, এক শ্রেণীর অসাধু লোক ও মাদক ব্যবসায়ীদের কারণে মাদকের ভয়াল গ্রাস শহর থেকে গ্রাম পর্যন্ত ছড়িয়ে পড়েছে। উঠতি বয়সের মাদকাসক্ত যুব শ্রেণী পরিবার ও সমাজের জন্য মারত্মক ক্ষতি ও হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে বলে ওইসব অভিভাবক মন্তব্য করেন। নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহিদুল ইসলাম পিপিএম জনকণ্ঠকে জানান, গত ২৩ ফেব্রুয়ারি থেকে নড়াইলে মাদকবিরোধী অভিযান শুরু হয়েছে। ৯ জুলাই থেকে আবারও ১শ’ দিনের বিশেষ অভিযান ঘোষণা করা হয়েছে।
×