ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

প্রমীলা ক্রিকেটারকে যৌন নিপীড়ন, কোচ কারাগারে

প্রকাশিত: ০৬:১৩, ১২ জুলাই ২০১৭

প্রমীলা ক্রিকেটারকে যৌন নিপীড়ন, কোচ কারাগারে

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দিনাজপুরে প্রমীলা ক্রিকেটারকে যৌন নিপীড়নের অভিযোগে দায়ের করা মামলায় ক্রিকেট কোচ আবু সামাদ মিঠুকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে জামিন নিতে গেলে দিনাজপুরের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক বিশ্বনাথ ম-ল এই আদেশ প্রদান করেন। অভিযুক্ত আবু সামাদ মিঠু জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গেম ডেভেলপমেন্ট কোচ। একই সঙ্গে তিনি জেলায় পরিচালিত প্রচেষ্টা ক্রিকেট কোচিং সেন্টারের পরিচালক। আদালতের নির্দেশের পর অভিযুক্ত মিঠুকে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন আদালত পুলিশ পরিদর্শক রবিউল আলম। জানা গেছে, ৩ বছর ধরে ৯ম শ্রেণীতে পড়ুয়া এক ছাত্রী বিসিবির কোচ মিঠুর অধীনে অনুশীলন করে আসছে। গত ১ জুন মাঠে অনুশীলন করার সময় ওই ছাত্রীর বলে আঘাতপ্রাপ্ত হলে কোচ মিঠু তাকে স্পোর্টস ভিলেজে নিয়ে যান। সেখানে একা পেয়ে মিঠু ওই প্রমীলা ক্রিকেটারকে জাপটে ধরেন। এতে বাধা দিলে মিঠু বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করে ও হুমকি দিয়ে জোরপূর্বক ওই ছাত্রীকে শ্লীলতাহানি ও যৌন নিপীড়ন করে। পরে বাড়িতে গিয়ে মানসিকভাবে ভেঙ্গে পড়ে সে এবং অন্য এক প্রমীলা ক্রিকেটারের মাধ্যমে বিষয়টি অভিভাবকরা জানতে পারেন। এই ঘটনার পর বিষয়টি জেলা প্রশাসক, পুলিশ সুপার ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তাকে অভিযোগ প্রদান করেন ভিকটিমের পিতা। এ ব্যাপারে ওই প্রমীলা ক্রিকেটারের পিতা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দিনাজপুর কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন। এদিকে অভিযোগ পাওয়ার পর মিঠুকে বিসিবি থেকে এবং জেলা ক্রীড়া সংস্থা থেকে সাময়িক বহিষ্কার করা হয় এবং এ ঘটনায় ২টি পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়।
×