ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রূপালী ব্যাংকের নতুন দুই উপ-ব্যবস্থাপনা পরিচালক

প্রকাশিত: ০৪:০১, ১২ জুলাই ২০১৭

রূপালী ব্যাংকের নতুন দুই উপ-ব্যবস্থাপনা পরিচালক

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে গত ১১ জুলাই রূপালী ব্যাংক লিমিটেডের মহাব্যবস্থাপক আব্দুল মজিদ শেখ-কে উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি প্রদান করা হয়। তিনি ব্যাংকার্স রিক্রুটমেন্ট কমিটি (বিআরসি) এর মাধ্যমে রূপালী ব্যাংকে ১৯৮৬ সালে সিনিয়র অফিসার হিসাবে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। ইতোপূর্বে তিনি সফলতার সহিত বিভিন্ন শাখা, অঞ্চল প্রধান, বিভাগীয় কার্যালয় এবং প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। এদিকে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অপর এক প্রজ্ঞাপনের মাধ্যমে গত ১১ জুলাই রূপালী ব্যাংক লিমিটেডের মহাব্যবস্থাপক কৃষিবিদ বিষ্ণুপদ চৌধুরী উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি লাভ করেছেন। তিনি ব্যাংকার্স রিক্রুটমেন্ট কমিটি(বিআরসি) এর মাধ্যমে রূপালী ব্যাংকে ১৯৮৬ সালে সিনিয়র অফিসার হিসাবে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। ইতোপূর্বে তিনি সফলতার সহিত বিভিন্ন শাখা, অঞ্চল প্রধান, বিভাগীয় কার্যালয় এবং প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। বিজ্ঞপ্তি আগস্টে আসছে মোবাইল এ্যাপ ইজিয়ার অর্থনৈতিক রিপোর্টার ॥ ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে দেশীয় উদ্যোক্তা এবং দেশীয় প্রযুক্তিবিদদের তৈরি আন্তর্জাতিক মানের মোবাইল এ্যাপ নিয়ে আসছে ইনোভেডিয়াস প্রা. লিমিটেড। আগামী আগস্ট মাস থেকে পরীক্ষামূলকভাবে চালু হতে যাচ্ছে মোবাইল এ্যাপ ইজিয়ার। এটি স্মার্টফোনে ইনস্টল করে সহজেই গাড়ি, বাইক কিংবা এ্যাম্বুলেন্স অন ডিমান্ড বুক করা যাবে। এছাড়াও প্রি-রিজার্ভেশনের অপশন দিয়ে দূর যাত্রার জন্য গাড়ি বুকিং দিলে সময় মতো গাড়ি হাজির হয়ে যাবে দরজায়। গুগল প্লেস্টোরে থেকে ইজিয়ার নামের এই এ্যাপটি ডাউনলোড করা যাবে এবং শীঘ্রই এ্যাপেল স্টোরেও পাওয়া যাবে। ইজিয়ারের পরিচালক কামরুল হাসান ইমন বলেন, এখানে দেশীয় উদ্যোক্তা এবং দেশীয় প্রযুক্তিবিদের মেধা ব্যবহার হয়েছে। এখন শেষ মুহূর্তের কাজ চলছে। সেপ্টেম্বর মাস থেকে ঢাকাতে এই এ্যাপভিত্তিক গাড়ি এবং বাইক শেয়ারিং সার্ভিসের বাণিজ্যিক যাত্রা শুরু হবে। যা এই বছরেই পরের ধাপে চট্টগ্রাম ও সিলেটে শুরু করা হবে। আগামী দুই মাসে আমরা যত সম্ভব গাড়ি ও প্যাসেঞ্জারদের আগ্রহী করে তোলার চেষ্টা করব রেজিস্ট্রেশন করার জন্য।
×