ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাড়ি বাড়ি লিফলেট দিন

চিকুনগুনিয়া প্রতিরোধে কাউন্সিলারদের প্রতি ডিএসসিসির নির্দেশ

প্রকাশিত: ০৪:০২, ১০ জুলাই ২০১৭

চিকুনগুনিয়া প্রতিরোধে কাউন্সিলারদের প্রতি ডিএসসিসির নির্দেশ

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীতে চিকুনগুনিয়া প্রতিরোধে বাড়ি বাড়ি গিয়ে লিফলেট বিতরণের জন্য ওয়ার্ড কাউন্সিলরদের প্রতি নির্দেশ দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। রবিবার নগর ভবনে চিকুনগুনিয়া রোগ-প্রতিরোধে পর্যালোচনা সভায় এ নির্দেশ দেয়া হয়। সভায় ডিএসসিসির পক্ষ থেকে কাউন্সিলরদের প্রতিটি ওয়ার্ডে তৎপরতা বাড়ানোর নির্দেশ দেয়া হয়। এছাড়া বৃষ্টির পর রাস্তায় জমে থাকা পানি, নির্মাণাধীন ভবনের চৌবাচ্চা, পরিত্যক্ত ভবন, গাছের কোঠরে, এসি, ফ্রিজ, ফুলের টব, টায়ার, খালি ক্যান, ডাবের খোসায় জমে থাকা পানি অপসারণের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার পাশাপাশি বাড়ি বাড়ি গিয়ে চিকুনগুনিয়া রোগ-প্রতিরোধে সচেতনমূলক লিফলেট বিতরণ কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানানো হয়। ওয়ার্ড কাউন্সিলর ফরিদ উদ্দিন আহমেদ রতনের সভাপতিত্বে পর্যালোচনা সভায় ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রি. জে. শেখ সালাউদ্দিনসহ বিভাগীয় প্রধান ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এছাড়া প্রতিটি ওয়ার্ডে ডেঙ্গুবিষয়ক র‌্যালি, ভিডিওচিত্র প্রদর্শনসহ পর্যায়ক্রমে সব স্কুলে এ বিষয়ে মতবিনিময় সভা আয়োজনের ওপর গুরুত্ব দেয়া হয়। চিকুনগুনিয়া নিয়ে চলমান কার্যক্রম বাস্তবায়নের অংশ হিসেবে অঞ্চল-৫-এর ৫১নং ওয়ার্ডের কাউন্সিলর নাজমা বেগমের নেতৃত্বে সচেতনমূলক র‌্যালির আয়োজন করা হয়। পাশাপাশি নগরীর আজিমপুর অগ্রণী স্কুল এ্যান্ড কলেজ, গভর্মেন্ট ল্যাবরেটরি স্কুল, আরামবাগ হাইস্কুল, মাদারটেক আবদুল আজিজ স্কুল এ্যান্ড কলেজ, শহীদ নবী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষকম-লী, ম্যানেজিং কমিটি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের চিকুনগুনিয়ার বিষয়ে নির্মিত ভিডিওচিত্র প্রদর্শন করে তাদের সচেতন করে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
×