ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বনানীতে ধর্ষিত তরুণীর ডাক্তারী পরীক্ষা সম্পন্ন, ইভান গ্রেফতার

প্রকাশিত: ০৫:৫২, ৭ জুলাই ২০১৭

বনানীতে ধর্ষিত তরুণীর ডাক্তারী পরীক্ষা সম্পন্ন, ইভান গ্রেফতার

নিয়াজ আহমেদ লাবু ॥ জন্মদিনের দাওয়াত দিয়ে তরুণীকে বাসায় নিয়ে ধর্ষণের অভিযোগে রাজধানীর বনানী থানায় দায়ের করা মামলায় বাহাউদ্দিন ইভানকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। বৃহস্পতিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ থেকে তাকে আটক করা হয়েছে। র‌্যাবের একজন দায়িত্বশীল কর্মকর্তা এ তথ্য জানান। অভিনেত্রী তরুণীকে বাসায় এনে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত বাহাউদ্দিন ইভানকে ৪৮ ঘণ্টা পর গ্রেফতার করা হয়। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, বুধবার ভোর থেকে ইভানকে গ্রেফতারের জন্য র‌্যাব, ডিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তার বনানীর বাসাসহ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছিল। এদিকে বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দেড়টা পর্যন্ত ঢাকা মেডিক্যাল কলেজ ফরেনসিক বিভাগে ওই তরুণীর পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হয়েছে। পাঁচ সদস্যের মেডিক্যাল বোর্ড তার এই স্বাস্থ্য পরীক্ষা করেন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ধর্ষণের শিকার ওই তরুণীর শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ ফরেনসিক বিভাগে আনেন বনানী থানার পুলিশের এসআই সুলতানা আক্তার। সেখানে পাঁচ সদস্যের বোর্ড আড়াই ঘণ্টা ধরে ওই তরুণীর শারীরিক পরীক্ষা সম্পন্ন করেন। পরীক্ষা শেষে বোর্ডের প্রধান ঢাকা মেডিক্যাল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ডাঃ সোহেল মাহামুদ সাংবাদিকদের জানান, ধর্ষণের শিকার ওই তরুণীর বেশ কয়েকটি শারীরিক পরীক্ষা সম্পন্ন হয়েছে। বয়স নির্ধারণের জন্য এক্সরে। ধর্ষণের আগে তাকে নেশাজাতীয় ওষুধ খাওয়ানো হয়েছিল কিনা। সেজন্য ব্লাড ও ইউরিন সংগ্রহ করে মহাখালীতে অবস্থিত রাসায়নিক পরীক্ষাগারে পাঠানো হয়েছে। এছাড়া তার ডিএনএ পরীক্ষার জন্য হাইডেজোনাল সফট সংগ্রহ করা হয়েছে। তিনি জানান, কেমিক্যাল রিপোর্ট, রেডিওলজি রিপোর্ট এবং মাইক্রো-বাইলোজির রিপোর্ট আসার পরে ওই তরুণীর প্রতিবেদন দেয়া হয়। ডাঃ সোহেল মাহমুদ জানান, ফিজিক্যাল ফাইন্ডিংস (শারীরিক আলামত) যেগুলো পেয়েছি। সেগুলো মিলিয়ে আমরা চূড়ান্ত মতামত জানাব। তিনি জানান, ৩-৪ সপ্তাহের মধ্যে আমরা রিপোর্টগুলো হাতে পাব। তরুণীর শরীরে ধর্ষণ সংশ্লিষ্ট নির্যাতনের কোন চিহ্ন রয়েছে কিনা জানতে চাইলে ডাঃ সোহেল বলেন, মেয়েটি আমাদেরকে ফিজিক্যাল এ্যাসল্টের কথা বলেনি। আমরা তার শরীরেও এমন কিছু পাইনি। তার শরীরে আঘাতের কোন চিহ্ন নেই। সোহেল মাহমুদ জানান, ধর্ষণের শিকার হওয়ার পর ওই তরুণী শর্ট টাইমের মধ্যে আমাদের কাছে এসেছেন। তিনি ধর্ষণের শিকার হওয়ার পর ৩৬ ঘণ্টার মতো সময় পার হয়েছে। যেহেতু ৪৮ ঘণ্টা এখনও পার হয়নি। তাই এর মধ্যে কোন কিছু ঘটে থাকলে আমরা পজিটিভ রিপোর্ট পাব। বোর্ডের অন্য সদস্যরা হচ্ছেন ডাঃ প্রদীপ বিশ্বাস, ডাঃ মমতাজ আরা, ডাঃ রেজোয়ানা শারমিন ও ডাঃ কবীর সোহেল। এ ব্যাপারে বনানী থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল মতিন সাংবাদিকদের জানান, প্রাথমিক চিকিৎসার জন্য তরুণীকে বেলা ১১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ ফরেনসিক বিভাগে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। পরীক্ষা শেষে দুপুর দেড়টার দিকে ওই তরুণীকে তেজগাঁওয়ে ভিকটিম সাপোর্টে সেন্টারে রাখা হয়েছে। আবদুল মতিনের ভাষ্য, বাহাউদ্দিন ইভানকে ধরতে গত রাত থেকে অভিযান চালাচ্ছে পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা। ঘটনার পর বাহাউদ্দিন পালিয়ে গেছে। বনানী থানার পুলিশ জানান, অভিযুক্ত বাহাউদ্দিন ইভনের বাবা ব্যবসায়ী। বনানীর একটি শপিংমলের মালিক তিনি। ইভান বিবাহিত। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। সপরিবারে বনানীর ন্যাম ভিলেজের একটি এ্যাপার্টমেন্টে থাকেন। মঙ্গলবার রাতে বাহাউদ্দিন তার জন্মদিনে দাওয়াতের কথা বলে পূর্বপরিচিত ও অভিনেত্রী এক তরুণীকে (২১) বাসায় ডাকেন। রাত দেড়টার দিকে তিনি ওই তরুণীকে ধর্ষণ করে। তখন বাসায় বাহাউদ্দিন ছাড়া কেউ ছিল না। রাত সাড়ে তিনটার দিকে বাহাউদ্দিন তাকে বাসা থেকে বের করে দেন। এরপর তরুণী বুধবার বনানী থানায় যান। ধর্ষণের অভিযোগে বাহাউদ্দিন ইভানের বিরুদ্ধে মামলা করেন। মামলা নম্বর-৮। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সুলতানা আক্তার জানান, মামলাটির তদন্ত শুরু হয়েছে। ইতোমধ্যে ধর্ষক বাহাউদ্দিন ইভানকে গ্রেফতারের চেষ্টা চলছে। অচিরেই তাকে গ্রেফতার করা হবে। মামলা এজাহারে যা ছিল মামলার এজাহার ওই তরুণী জানায়, ইভান এর আগেও তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে একবার ধর্ষণ করে। ধর্ষণের বিষয়ে কাউকে বললে আপত্তিকর ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার হুমকি দেয় ইভান। হুমকি পেয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরিবারের সদস্যদের সঙ্গে মামলা করার বিষয়ে কথা বলেন। অবশেষে সুস্থ হয়ে বুধবার তিনি মামলাটি করেন। এজাহারে আরও জানা যায়, ইভান বনানীর ২ নম্বর রোডের ৫/এ নম্বরের ন্যাম ভিলেজে থাকে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গত ১১ মাস আগে তাদের বন্ধুত্ব হয়। এরই সূত্র ধরে দুইজনের ঘোরাঘুরি ও দেখা-সাক্ষাত হতো। গত ৪ মাস আগে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক হয়। এই সম্পর্কের সূত্র ধরে মঙ্গলবার রাত ৯টার দিকে ইভান তাকে ফোন করে জন্মদিনের দাওয়াত দেয়। বাড়িতে আসতে বলে। সেই রাতেই তাদের সম্পর্কের বিষয়টি ইভান তার মাকে বলবে বলে জানায়। তার মা পরিচয়ে এক মহিলার সঙ্গে ফোনে কথা বলায়। ওই কথিত মা তাকে জন্মদিনের দাওয়াতে বাসায় যেতে বলে। তিনি (তরুণী) তার বড় বোনের সঙ্গে কথা বলে রাত সাড়ে ১০টায় রিক্সায় করে ইভানের বাড়িতে যায়। তবে বাড়িতে গিয়ে সেখানে কাউকে দেখতে পায়নি। ফোনে কথা বলা মা’র সঙ্গে দেখা করতে চাইলে ইভান তাকে (ওই তরুণীকে) জানান, বাবা-মা অসুস্থ ঘুমিয়ে আছে। জোরে কথা বলা যাবে না। সেই রাতে বাসায় গিয়ে তিনি কোন ধরনের জন্মদিনের অনুষ্ঠানের আলামত দেখতে পাননি। ভয়ে বাড়ি ফিরতে চাইলে ইভান তাকে বাড়ি ফিরতে দেয়নি। তারপর তারা রাতের খাবার খান। ইভান তাকে জোর করে নেশাজাতীয় দ্রব্য খাওয়ায়। নেশাজাতীয় দ্রব্য খেতে অস্বীকৃতি জানালে ইভান তাকে বলে, একদিন খেলে কিছু হবে না। এরপর রাত দেড়টার দিকে ইভান ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক তাকে ধর্ষণ করে। ধর্ষণের সময় আমি চিৎকার চেঁচামেচি করতে থাকলে রাত সাড়ে ৩টার দিকে তার সঙ্গে থাকা ব্যাগটি রেখে তাকে বাড়ি থেকে বের করে দেয় ইভান। পরে এক পথচারীর সাহায্যে তিনি নিজের বাসায় যান। তরুণী দাবি করেন, সেই রাতে ইভান যে ব্যাগটি রেখে তাকে বাড়ি থেকে বের করে দেয় সেটিতে ওই মেয়ের ৩টি ড্রেস, ২টি জিন্স প্যান্ট, ১টি কুর্তা, ৩টি মোবাইল চার্জার, সিমকার্ড, মেমোরি কার্ড এবং নগদ ১৫ হাজার টাকা ছিল। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, বনানী ন্যাম-ভিলেজ নামে বহুতল ভবনের দ্বিতীয় তলার ইভানের ফ্ল্যাটে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তল্লাশি চালায়। ন্যাম-ভিলেজে ভাড়া থাকলেও ওই ভবনের পাশেই ইভানের বাবা বোরহান উদ্দিনের ১০ কাঠা জমির একটি প্লট রয়েছে। যেখানে টিনশেডের বেশকিছু কক্ষ ভাড়া দেয়া আছে। এছাড়া ৮ নম্বর রোডের মাথায় দুই নম্বর বাড়িতে বোরহান উদ্দিনের জমি ব্যবসায় ছাড়াও বিভিন্ন ব্যবসায় অফিস আছে। বৃহস্পতিবার এসব জায়গায়ও পুলিশ ও গোয়েন্দা সংস্থা তল্লাশি চালিয়েছে। কিছু আলামত সংগ্রহ করলেও পুলিশ ইভানকে ধরতে পারেনি। তদন্তে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ইভানকে গ্রেফতার অভিযান চালাচ্ছেন। এছাড়া মামলা হওয়ার আগে ও পরে কয়েক দফায় ধর্ষণের ঘটনাস্থল পরিদর্শন করেছেন তারা। বনানীর সেই ন্যাম ভবন বৃহস্পতিবার সকালে ন্যাম ভবনের ইভানের বাসায় ঢুকতে চাইলে ম্যানেজার শওকত হোসেন জানান, তাদের বাসায় তিনজন গৃহকর্মী ছাড়া আর কেউ নেই। বাসার সব লোকজন সকালেই বের হয়ে চলে গেছেন। কোথায় গেছেন বলে যাননি। সাংবাদিকদের প্রবেশে নিষেধ আছে। তাই তার কিছুই করার নেই। ন্যাম-ভিলেজ ভবনের ম্যানেজার শওকত হোসেন জানান, গভীর রাতে বাসা থেকে বের হয়ে ওই তরুণী সাহায্যের জন্য চিৎকার করে কেঁদেছিলেন। তখন রাত তিনটা থেকে সাড়ে তিনটা হবে। এ সময় এক তরুণীর চিৎকার শুনে রুম থেকে বের হই। তখন দেখি নিচতলায় দাঁড়িয়ে একজন তরুণী কাউকে ফোনে কিছু বলার চেষ্টা করছিলেন। আর ইভানকে গালি দিচ্ছিলেন। তার কথাবার্তায় মনে হয়েছে, তিনি প্রতারণার শিকার হয়েছেন। তিনি বিভিন্ন নম্বরে ফোন দিলেও কাউকে পাচ্ছিলেন না। একসময় তাকে খুবই অসহায় মনে হয়েছে। একজনকে ভাই সম্বোধন করে সবকিছু বলার চেষ্টাও করছিলেন। তবে শেষদিকে অন্যপ্রান্ত থেকে কেউ ফোন রিসিভ কেটে দেয়ায় তরুণীটি অসহায় হয়ে পড়েন। এ সময় আমি তাকে সরাসরি থানায় যাওয়ার পরামর্শ দেই। ভবনের ম্যানেজার শওকত হোসেন আরও জানান, ভোর রাতে তল্লাশি চালালেও ইভানকে খুঁজে পায়নি পুলিশ। অন্য কোন সংস্থার সদস্যরা তাকে হেফাজতে নিয়ে গেছে কিনা। জানতে চাইলে তিনি জানান, বেশ কিছুদিন ধরে ইভানের স্ত্রী তার বাবার লালবাগের বাসবাস করছিলেন। তাদের দুই সন্তান মায়ের সঙ্গেই ছিল। ওই বাসায় ইভান, তার বাবা বোরহান উদ্দিন ও পরিবাবের সদস্যদের নিয়ে এক সঙ্গেই বসবাস করতেন। বাসায় বাবা-মা ছাড়াও ইভানের দুই ছোট ভাইও থাকেন। নাম প্রকাশে অনিচ্ছুক ভবনের এক গাড়িচালক জানান, মেয়েটি যখন বের হয়। তখন তার সঙ্গে ইভান ছিল। বিভিন্ন হুমকি দিয়ে ইভান মেয়েটিকে বের করে দেয়। দ্বিতীয় তলার ফ্ল্যাট থেকে জোর করে বের করে দিয়ে দরজা লাগিয়ে দেয়। এ ঘটনার কিছুক্ষণ পর বনানী থানা পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা সেখানে হাজির হতে থাকেন বলে জানান ওই গাড়িচালক। এ ব্যাপারে পুলিশের গুলশান জোনের উপ-কমিশনার মোস্তাক আহমেদ খান জানান, আসামি আমাদের কাছে নেই। তবে মামলা তদন্তের কাজ এগিয়ে চলছে। বলার মতো সময় হলে সব জানাতে পারবেন। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, ন্যাম-ভিলেজ ভবনটির মালিক ১০ জন। তাদের একজনের কাছ থেকেই মাসে প্রায় ৫০ হাজার টাকা ভাড়ায় সপরিবারে থাকে ইভান। ওই ফ্ল্যাটের তিনটি বেডরুমসহ বেশ কয়েকটি কক্ষ রয়েছে। এর একটি কক্ষে ইভান থাকতেন। বাকি কক্ষগুলোতে তার বাবা-মা ও ভাইয়েরা থাকতেন। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, উল্লেখ্য, এর আগেও জন্মদিনের দাওয়াতে যোগ দিতে গিয়ে গত ২৮ মার্চ বনানীর রেইনট্রি হোটেলে জন্মদিনের দাওয়াতে ডেকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকে ধর্ষণের অভিযোগে আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলে শাফাত আহমেদ, শাফাতের বন্ধু নাঈম আশরাফ ওরফে আবদুল হালিমসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে। সব আসামি বর্তমানে কারাগারে আছে।
×