ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

শি জিনপিং রাশিয়ার সর্বোচ্চ রাষ্ট্রীয় পদকে ভূষিত

প্রকাশিত: ০৬:৩৪, ৬ জুলাই ২০১৭

শি জিনপিং রাশিয়ার সর্বোচ্চ রাষ্ট্রীয় পদকে ভূষিত

রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে রুশ সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক অর্ডার অব সেন্ট এ্যান্ড্রুতে ভূষিত করেছেন। গ্র্যান্ড ক্রেমলিন প্যালেসে দুই নেতার বৈঠক শেষে এক অনুষ্ঠানে পদকটি দেয়া হয়। পুতিন তার ভাষণে শি জিনপিংকে প্রিয় বন্ধু সম্বোধন করে বলেন, এই সম্মান আপনাকে দিয়ে রাশিয়া আপনার বিশেষ ভূমিকার কথা স্মরণ করছে। এর মাধ্যমে আমাদের দু’দেশের মধ্যে বিদ্যমান অংশীদারিত্ব ও কৌশলগত সহযোগিতা আরও জোরদার হবে। রুশ প্রেসিডেন্ট আরও বলেন, জিনপিং সবসময় রাশিয়া ও চীনের ঘনিষ্ট সহযোগিতার সম্পর্ককে সমর্থন করেন। যার ভিত্তি হচ্ছে সমতা, পারস্পরিক বিশ্বাস, উদারতা ও একে অপরের স্বার্থকে সম্মান দেখানো। ২০১৩ সালে পুতিনের প্রথম বিদেশ সফর হিসেবে চীন সফরের কথা স্মরণ করেন। তিনি আরও বলেন, এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আমরা বুঝতে পারি এটি ভাল ও মূল্যবোধের বিষয়। তারপর থেকে রাশিয়া-চীন অংশীদারিত্ব উত্তরোত্তর বাড়বে ও দৃঢ় হবে। দ্য অর্ডার অব সেন্ট এ্যান্ড্রু ১৬৯৮ সালে জার পিটার দ্য গ্রেট প্রবর্তিত রাশিয়ার সবচেয়ে পুরনো রাষ্ট্রীয় পদক। এটি ১৯১৮ সালে বিলুপ্ত করা হয়। তবে ১৯৯৮ সালে একে প্রেসিডেন্ট ডিক্রি জারি করে আবার প্রবর্তন করা হয়। খবর এএফপির।
×