ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ধর্ষণ চেষ্টা মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে

প্রকাশিত: ০৬:৩৫, ৫ জুলাই ২০১৭

ধর্ষণ চেষ্টা মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ৪ জুলাই ॥ সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বাদলের বিরুদ্ধে নবম শ্রেণীর এক স্কুলছাত্রীকে (১৪) ধর্ষণ চেষ্টা মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে গাইবান্ধা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শফিকুল ইসলাম এ আদেশ দেন। মামলা সূত্রে জানা গেছে, নির্যাতিত ওই শিশুর চাচা বাদী হয়ে গত ৩ জুন গাইবান্ধা সদর থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় মঙ্গলবার দুপুরে আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন অভিযুক্ত ইউপি চেয়ারম্যান। চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বাদল সদর উপজেলার লেংগাবাজার বালিকা উচ্চ বিদ্যালয়েরও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। লেংগাবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বাদল তার স্কুলের ওই ছাত্রীকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করত। এ বিষয়টি জানাজানি হলে তাকে পরিবারিকভাবে পার্শ্ববর্তী খোর্দ্দ মালিবাড়ী উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণীতে ভর্তি করে দেয়া হয় ওই মেয়েটিকে। অভিযোগ রয়েছে গত ২৭ মে রাতে মোস্তাফিজুর রহমান বাদল মেয়েটির বাড়িতে আসে। এ সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে তিনি মেয়েটির ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা করেন। বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে গৃহবধূর মৃত্যু নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ৪ জুলাই ॥ সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের পোড়াবাড়ি মোড়ে মঙ্গলবার বিকেলে পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে লাভলী বেগম (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। লাভলী বেগম ওই গ্রামের আব্দুল মালেকের স্ত্রী। জানা গেছে, বিকেলে লাভলী বেগম মাঠে গরু আনতে যান। এ সময় মাঠে পড়ে থাকা বিদ্যুতের ছেঁড়া তারে তিনি জড়িয়ে যায়। তার চিৎকারে প্রতিবেশী ফুল মিয়া ও শরিফুল ইসলাম এগিয়ে গেলে তারাও তারে জড়িয়ে যায়। লাভলী বেগম ঘটনা স্থলেই মারা যায়। কুয়েটে মাদকবিরোধী প্রচার স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) মাদক, র‌্যাগিং, ধূমপান ও যত্রতত্র বর্জ্য নিক্ষেপবিরোধী প্রচার চলছে। মঙ্গলবার সকাল ১০টায় প্রচার কার্যক্রম শুরু করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর। তিনি মেটেরিয়াল সায়েন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্র্রিক্যাল এ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং ও আর্কিটেকচার বিভাগের বিভিন্ন ব্যাচের ক্লাসরুমে গিয়ে শিক্ষার্থীদের মাদক, র‌্যাগিং, ধূমপান ও যত্রতত্র বর্জ্য নিক্ষেপবিরোধী প্রচার করেন। এ সময় মাদক, র‌্যাগিং, ধূমপান ও যত্রতত্র বর্জ্য নিক্ষেপের বিরুদ্ধে শিক্ষার্থীদের স্বাক্ষর গ্রহণ কর্মসূচী পালন করা হয়। মোবাইল কিনে থাইল্যান্ডে স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ বিরল উপজেলার রঘুপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র হৃদয় শহরের আনিকা টেলিকম থেকে সিম্ফনি মোবাইল ফোন কিনে এডিশন গ্রুপের সিম্ফনি ঈদ অফার থাইল্যান্ড ভ্রমণের প্যাকেজ লাভ করেছে। মঙ্গলবার দিনাজপুর শহরের লুৎফুন্নেছা টাওয়ার মোবাইল মার্কেটের আনিকা টেলিকম শোরুমে দশম শ্রেণীর ছাত্র হৃদয়ের হাতে থাইল্যান্ড ভ্রমণ প্যাকেজের অভিনন্দনপত্র তুলে দেন এডিশন গ্রুপের এরিয়া সেলস ম্যানেজার খন্দকার শাহ ইমরান। এ সময় উপস্থিত ছিলেনÑ স্কাইটেলের পরিবেশক মুর্শিদ আলম বাপ্পি, আনিকা টেলিকমের প্রোপ্রাইটর আরশাদ আলী (ডিউক) প্রমুখ।
×