ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সিরিয়া নিয়ে অস্তানায় পঞ্চম বৈঠক শুরু

প্রকাশিত: ০৬:২৩, ৫ জুলাই ২০১৭

সিরিয়া নিয়ে অস্তানায় পঞ্চম বৈঠক শুরু

ছয় বছরের সিরীয় সংঘাত অবসানে কাজাখস্তানের রাজধানী অস্তানায় মঙ্গলবার শুরু হয়েছে পঞ্চম দফা বৈঠক। যুদ্ধবিধ্বস্ত দেশটিতে কয়েকটি নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠার পরিকল্পনার প্রতি সমর্থন ব্যক্ত করে আলোচনা হয়েছে বৈঠকে। খবর এএফপির। কয়েকটি রুশ সংবাদ সংস্থা জানিয়েছে, বৈঠকের তিনসহ উদ্যোক্তা রাশিয়া, ইরান ও তুরস্কের প্রতিনিধিদের একটি বৈঠক চলছে কাজাখস্তানের রাজধানী আস্তানায়। বৈঠকের লক্ষ্য মেতে স্বাক্ষরিত চুক্তি অনুসারে সিরিয়ায় ৪টি সংঘাতমুক্ত অঞ্চল প্রতিষ্ঠা জোরদার করার বিষয়টিকে এ বৈঠকের পর উদ্বোধনী অধিবেশনের আগে দুইদিনের এ বৈঠকে বেশ কয়েকটি দ্বিপক্ষীয় আলোচনা অনুষ্ঠিত হবে। বুধবার সকল পক্ষ আলোচনায় যোগ দেবে। কাজাখস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য সচিব আনুয়ার ঝাইনাকোছ নিশ্চিত করেছেন, বাসার আল আসাদ সিরীয় প্রশাসন ও তার বিরোধী বিদ্রোহী গ্রুপের প্রতিনিধিরাও আস্তানায় পৌঁছেছেন। সিরিয়ায় ৪টি সংঘাতমুক্ত অঞ্চল প্রতিষ্ঠার জন্য সিরিয়া সমর্থিত মস্কো ও তেহরান এবং বিদ্রোহীদের সমর্থিত আঙ্কারার মধ্যে স্বাক্ষরিত চুক্তিকে সংঘাত নিরসনে এক সম্ভাব্য সাফল্য হিসেবে দেখা হচ্ছে। পাখির কারণে... এয়ার এশিয়ার একটি বিমান উড্ডয়নের কিছুক্ষণ পরই দ্রুত অবতরণ করতে বাধ্য হয়েছে। ধারণা করা হচ্ছে, উড্ডয়নের পর বিমানটির সঙ্গে পাখির সংঘর্ষ হয়। ৩৫৯ যাত্রী নিয়ে বিমানটি অস্ট্রেলিয়ার গোল্ডকোস্ট থেকে মালয়েশিয়ার কুয়ালালামপুরে যাওয়ার জন্য যাত্রা করে। যত্রীরা বিমানটি থেকে উচ্চ শব্দ শুনতে পান এবং এর একটি ইঞ্জিন থেকে আগুনের স্ফুলিঙ্গ বের হতে দেখেন। -এবিসি এইউকে গবাদিপশু দান আফ্রিকান ইউনিয়ন ফাউন্ডেশনকে সাহায্যের জন্য জিম্বাবুইয়ে গবাদিপশু নিলামে তুলেছে, যার দাম উঠেছে প্রায় ১০ লাখ ডলার। প্রেসিডেন্ট মুগাবে তার পশুপালের মধ্য থেকে ৩শ’ গবাদিপশু দান করেছেন এবং জিম্বাবুইয়ের অন্য নাগরিকরাও গবাদিপশু দান করেন। একটি মহৎ উদ্যোগে নিজেদের সম্পৃক্ত করার লক্ষ্যেই সবাই গবাদিপশু দান করেছেন বলে উল্লেখ করেন মুগাবে। ইথিওপিয়ায় আফ্রিকান ইউনিয়নের নেতাদের এক সম্মেলনে এইউকে এই ডলারের চেক দিয়েছেন তিনি। -বিবিসি
×