ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

আহত ৩০

গাজীপুরে গার্মেন্টসের বয়লার বিস্ফোরণ, ৯ লাশ উদ্ধার

প্রকাশিত: ০৮:০৭, ৪ জুলাই ২০১৭

গাজীপুরে গার্মেন্টসের  বয়লার বিস্ফোরণ, ৯ লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরে সোমবার সন্ধ্যায় মাল্টিফ্যাবস নামে একটি পোশাক কারখানায় ভয়াবহ বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কারখানার ৯ শ্রমিক নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৩০ জন। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দশটি ইউনিট কাজ করছে। বিস্ফোরণে ভবনের নিচতলা ও দোতলার অধিকাংশই ধসে পড়ে। নিহত একজনের পরিচয় শনাক্ত হয়েছে। তার নাম আল আমিন। বাড়ি কাশিমপুরের নয়াপাড়ায়। ফায়ার সার্ভিস, পুলিশ ও এলাকাবাসী জানায়, সোমবার গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর নয়াপাড়া এলাকায় মাল্টিফ্যাবস লিমিটেড নামে ওই পোশাক কারখানার ডায়িং সেকশনে কাজ চলছিল। ঈদের ছুটির কারণে কারখানার অন্য সেকশনে উৎপাদন বন্ধ ছিল। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চারতলার ওই কারখানা ভবনের নিচতলার বয়লার হঠাৎ বিকট শব্দে বিস্ফোরিত হয়। এ সময় পুরো ভবন কেঁপে ওঠে ও বিস্ফোরণে ভবনের নিচতলা ও দোতলার বেশ কিছু অংশ ধসে পড়ে। বিস্ফোরণের শব্দ শুনে স্থানীয়রা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে পাঠাতে থাকে। খবর পেয়ে জয়দেবপুর, কালিয়াকৈর ও টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। রাত দেড়টার দিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার কাজ চলছিল। ১৯৯২-৯৩ সালে প্রতিষ্ঠিত এ কারখানায় সুইডেন, ডেনমার্ক, জার্মানি, জাপান, রাশিয়া, স্পেন, নেদারল্যান্ডস ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের কাজ হয়ে থাকে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আক্তারুজ্জামান জানান, রাত নয়টা পর্যন্ত ঘটনাস্থল থেকে ৯ জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের সংখ্যা বাড়তে পারে।
×