ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আজ ‘ইত্যাদি’

প্রকাশিত: ০৭:১৬, ১ জুলাই ২০১৭

আজ ‘ইত্যাদি’

স্টাফ রিপোর্টার ॥ দর্শকদের প্রশংসাধন্য ঈদের বিশেষ ‘ইত্যাদি’ আজ শনিবার রাত আটটার বাংলা সংবাদের পর বিটিভিতে পুনঃপ্রচার হবে। দর্শকদের আনন্দের ষোলকলা পূর্ণ করে এবারের ঈদের ‘ইত্যাদি’ এরই মধ্যে দর্শক রায়ে ঈদের সেরা অনুষ্ঠান হিসেবে প্রশংসিত হয়েছে। বরাবরের মতো এবারও ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশীর ঈদ’ গানটি দিয়ে শুরু হয় ঈদের ‘ইত্যাদি’। আর এতে প্রথমবারের মতো অংশ নেন দেশের বিভিন্ন অঞ্চলের শতাধিক সুসজ্জিত যাত্রাশিল্পী। মোহাম্মদ রফিকউজ্জামানের কথায় ও আলী আকবর রুপুর সুরে রয়েছে এ্যান্ড্রু কিশোরের পরিবেশনায় একটি বিষয়ভিত্তিক গান। গানটির চিত্রায়নে এ্যান্ড্রু কিশোরের সঙ্গে অংশগ্রহণ করেছে ইত্যাদির দেয়া ঈদের পোশাকে সজ্জিত দুই শতাধিক সুবিধাবঞ্চিত শিশু। ‘ঈদে ঘরমুখী মানুষদের আনন্দ এবং সড়ক দুর্ঘটনা’ এই বিষয় নিয়ে বিষয়ভিত্তিক নাচটি পরিবেশন করেছেন দেশের খ্যাতিমান নৃত্যজুটি শিবলী মোহাম্মদ ও শামীম আরা নিপা। তাদের সঙ্গে ছিলেন প্রায় শতাধিক নৃত্য ও অভিনয় শিল্পী। ঈদের ‘ইত্যাদি’র আর একটি পর্বে ছিল আমাদের দেশের বিশেষ করে শহরাঞ্চলের নানা সমস্যা নিয়ে ৫ জন বিখ্যাত ও আলোচিত চরিত্রের সংলাপ। চরিত্রগুলোতে অভিনয় করেছেন দর্শকপ্রিয় পাঁচজন অভিনয় তারকাÑ শহীদুজ্জামান সেলিম, চঞ্চল চৌধুরী, মীর সাব্বির, অপূর্ব ও জাহিদ হাসান। বিশেষ মিউজিক্যাল ড্রামায় অভিনয় করেছেন জনপ্রিয় অভিনয় তারকা আজিজুল হাকিম, কুসুম শিকদার, ঈমন, নিরব এবং সঙ্গীতশিল্পী দিনাত জাহান মুন্নী। একটি ব্যতিক্রমী টকশো উপস্থাপনা করেছেন অপি করিম। সঙ্গে অতিথি হিসেবে ছিলেনÑ মিশা সওদাগর, আহমেদ রুবেল, তবিবুল ইসলাম ও দিলারা জামান। একটি গানে অংশ নিয়েছেন এই প্রজন্মের কজন জনপ্রিয় শিল্পী প্রতীক হাসান, প্রিতম হাসান, কণা ও ঐশী। গানটি লিখেছেন লিটন অধিকারী রিন্টু, সুর ও সঙ্গীত পরিচালনা করেছে প্রিতম হাসান। ‘ইত্যাদি’-তে এবারও ছিল ‘যৌতুকবিরোধী’ একটি পর্ব। বিভিন্ন চ্যানেলে লোগো প্রদানের মাধ্যমে নির্বাচিত চারজন দর্শককে নিয়ে জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌসের অংশগ্রহণে দর্শক পর্বটি ছিল আনন্দদায়ক। সাম্প্রতিক সময়ে আলোচিত কিছু বিষয় নিয়ে তৈরি এবারের দলীয় সঙ্গীতে অংশগ্রহণ করেছেন ‘ইত্যাদি’র নিয়মিত নৃত্যশিল্পীরা। এছাড়াও রয়েছে ইত্যাদির নিয়মিত পর্ব মামা-ভাগ্নে ও নানি-নাতিসহ ঈদকে ঘিরে ডজন খানেক বিদ্রƒপাত্মক রসালো নাট্যাংশ। ‘ইত্যাদি’ রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন, স্পন্সর করেছে কেয়া কসমেটিকস লিমিটেড।
×