ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জামালপুরে ডাক্তার পুত্রের দায়ের কোপে মা নিহত

প্রকাশিত: ০৫:১২, ২ জুলাই ২০১৭

জামালপুরে ডাক্তার পুত্রের দায়ের কোপে মা নিহত

নিজস্ব সংবাদদাতা, জামালপুর, ১ জুলাই ॥ জামালপুর শহরের বজ্রাপুর এলাকায় শনিবার বিকেলে এমবিবিএস ডাক্তার পুত্রের দায়ের কোপে ষাটোর্ধ মা ফাতেমা জামান ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এলাকাবাসী ঘাতক ডাক্তার ফয়সাল ইবনে সাইদ পলাশকে (৩৩) আটক করে পুলিশে দিয়েছে। প্রাথমিকভাবে তুচ্ছ ঘটনায় ক্ষিপ্ত হয়ে ফাতেমা জামানকে হত্যা করার কথা শোনা গেলেও পুলিশ প্রকৃত কারণ জানতে তদন্ত করছে বলে থানা সূত্রে জানানো হয়েছে। নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, জামালপুর শহরের বজ্রাপুর এলাকার মৃত ছাইদুজ্জামানের পুত্র ডাক্তার ফয়সাল ইবনে সাইদ পলাশ শনিবার বিকেল চারটার দিকে তার বাসার থাকার কক্ষে তার ষাটোর্ধ মা ফাতেমা জামানের সঙ্গে তুচ্ছ ঘটনায় ঝগড়া করেন। ঝগড়ার এক পর্যায়ে তিনি ধারালো দা দিয়ে তার মা ফাতেমা জামানকে উপর্যুপরি কোপালে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ সময় ওই বাসায় আর কেউ ছিলেন না। এ ঘটনা মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়লে প্রতিবেশীরা ঘাতক ফয়সাল ইবনে সাইদ পলাশকে আটক করে পুলিশে খবর দেয়। পরে সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন এবং ফয়সাল ইবনে সাইদ পলাশকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। পুলিশ নিহত ফাতেমা জামানের লাশ উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহত ফাতেমা জামানের মেয়ের জামাই জামালপুর সদর উপজেলার তিতপল্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ সেলিম জানান, ডাক্তার ফয়সাল ইবনে সাইদ পলাশ একজন এমবিবিএস ডাক্তার হলেও তিনি সরকারী চাকরি করেন না। জামালপুর শহরের বিভিন্ন ক্লিনিকে রোগী দেখে থাকেন। কিছুদিন ধরে তাকে মানসিকভাবে বিপর্যস্ত দেখাচ্ছিল। ঘটনার সময় তার বাসায় আমার শাশুড়ি ফাতেমা জামান ছাড়া আর কেউ ছিলেন না। শুনেছি যে, ঝগড়ার এক পর্যায়ে আমার শাশুড়িকে কুপিয়ে হত্যা করেছে। নৃশংস এই খুনের ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন। জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিমুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে ঘাতক ডাক্তার ফয়সাল ইবনে সাইদ পলাশকে গ্রেফতার করে থানায় আনা হয়েছে। এ ব্যাপারে ঘাতক ডাক্তার ফয়সাল ইবনে সাইদ পলাশকে আসামি করে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। প্রাথমিকভাবে তুচ্ছ ঘটনায় ক্ষিপ্ত হয়ে ফাতেমা জামানকে হত্যা করার কথা শোনা গেলেও প্রকৃত কারণ জানতে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে তিনি জানান। আত্রাইয়ে জেএমবি জঙ্গী পাকড়াও নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১ জুলাই ॥ শনিবার বিকেলে নওগাঁর আত্রাই উপজেলার জামগ্রাম এলাকায় অভিযান চালিয়ে বাংলাভাইয়ের অন্যতম সহযোগী মোঃ শহিদুল ইসলাম (৪৫) নামে তালিকাভুক্ত এক জেএমবি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গেছে, জেএমবি সদস্য মোঃ শহিদুল ইসলাম উপজেলার জামগ্রাম নিবাসী সাহাদ আলীর ছেলে। এ তথ্য নিশ্চিত করে আত্রাই থানার অফিসার ইনচার্জ মোঃ বদরুদ্দোজা জানান, গত ২০০৪ সালে জেএমবির উত্থান হয় এলাকায়। সে সময় বাংলাভাই সর্বহারা নিধন নামে অবৈধ হত্যাযজ্ঞ, মারপিট, লুটপাট, ভাংচুরে মেতে ওঠে। এ সমস্ত কর্মকা-ে শহিদুল ইসলাম সক্রিয় অংশগ্রহণ করে। দীর্ঘদিন ধরে শহিদুল ইসলাম পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে আত্রাই থানা পুলিশ অভিযান চালিয়ে শনিবার বিকেল সাড়ে ৩টায় তাকে রেলওয়ে স্টেশন এলাকা থেকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে থানায় চাঁদাবাজির ২টি মামলা রয়েছে।
×