ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনায় নিহত ৪

প্রকাশিত: ০৫:০৮, ২ জুলাই ২০১৭

সড়ক দুর্ঘটনায় নিহত ৪

জনকণ্ঠ ডেস্ক ॥ শনিবার সড়ক দুর্ঘটনায় সাভারে ২, রূপগঞ্জে মোটরসাইকেল আরোহী, ভালুকায় পিকআপ চালক এবং কুয়াকাটা, যশোর ও মাদারীপুরে ৫৩ জন আহত হয়েছে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের পাঠানোÑ সাভার ॥ ধামরাইয়ে যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও ৫ জন। শনিবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই থানাধীন কালামপুর এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, এদিন সকালে ঢাকা থেকে ছেড়ে আসা একটি প্রাইভেটকার ও মানিকগঞ্জ থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকার চালক নিহত হয়। আহত হয় ৫ জন। রূপগঞ্জ ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রফিকুল ইসলাম বারী (২৩) নামে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় মামুনুর রশিদ বিদ্যুৎ গুরুতর আহত হয়েছেন। শনিবার বিকেল ৪টায় উপজেলার কাঞ্চন পৌরসভার নলপাথর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম বারী জামালপুর জেলার ইসলামপুর থানার ফুলকান্দা এলাকার নুরুল ইসলামের ছেলে। ভালুকা ॥ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলার কাঠালী মল্লিকবাড়ি মোড় নামকস্থানে শনিবার সকালে পিকআপ ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই পিকআপ চালক মারা যায়। এ সময় ৩ যাত্রী আহত হয়েছে। জানা যায়, ঘটনার সময় ঢাকাগামী মাছ ভর্তি পিকআপ ওই স্থানে পৌঁছলে একটি কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপ চালক রুবেল হোসেন (৩০) মারা যায়। যশোর ॥ অভয়নগর উপজেলার নওয়াপাড়া-মনিরামপুর সড়কের ধোপাদি এলাকায় নওয়াপাড়াগামী একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে মাছের ঘেরে তলিয়ে যায়। শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। এ সময় প্রাইভেটকারে থাকা ঢাকা মিরপুরের ভাষানটেক থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-অপারেশন) শফিকুল ইসলাম, তার স্ত্রী শাবরিনা মিম ও তার বড় বোন জাহানারা বেগম অল্পের জন্য রক্ষা পান। নওয়াপাড়ায় বসবাসরত ওসি শফিকুল ইসলামের শ্বশুর আনিসুর রহমান মিন্টু জানান, ঈদ উপলক্ষে জামাই-মেয়ে প্রাইভেটকারযোগে তার বাড়িতে আসার পথে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর পরই এলাকাবাসী দ্রুত তাদের উদ্ধার করে। কলাপাড়া ॥ বেপরোয়াভাবে চালানোর সময় ট্যুরিস্ট পুলিশের বীচ বাইক উল্টে পর্যটক সাইফুল ইসলাম (২৫) গুরুতর জখম হয়েছে। শনিবার বিকেল আনুমানিক তিনটার দিকে কুয়াকাটা সৈকতে দুর্ঘটনাটি ঘটে। সাইফুলের বাম পা ভেঙ্গে গেছে। মুখম-লে মারাত্মক জখম হয়। তাকে প্রথমে কুয়াকাটা হাসপাতালে পরে কলাপাড়া হাসপাতালে নেয়া হয়। অবস্থা সঙ্কটাপন্ন হওয়ায় বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ সময় পুলিশের দুই সদস্য কনেস্টবল তুষার এবং এসআই বেল্লালও আহত হয়। আহত পুলিশ সদস্যরা কুয়াকাটা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মাদারীপুর ॥ ঢাকা-খুলনা মহাসড়কে জেলার শিবচরে বাস-ট্রাক সংঘর্ষে ৫০ জন আহত হয়েছে। শনিবার দুপুর ১টার দিকে শিবচর উপজেলার বন্দরখোলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার দুপুর ১টার দিকে ভাংগা থেকে কাঁঠালবাড়িগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে রাস্তার পাশে পার্কিং করা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি পরিবহনই দুমড়ে মুচড়ে রাস্তার পাশের খাদে পড়ে উল্টে যায়। এ দুর্ঘটনায় প্রায় ৫০ যাত্রী আহত হয়েছে।
×