ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

‘নবাব’ দেখলেন শাকিব খান

প্রকাশিত: ০৩:৪৪, ২ জুলাই ২০১৭

‘নবাব’ দেখলেন শাকিব খান

স্টাফ রিপোর্টার ॥ ঈদ উল ফিতর উপলক্ষে সারাদেশে ১২৫টি হলে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত চলচ্চিত্র ‘নবাব’। এবারের ঈদে একটি চলচ্চিত্রের কাজে লন্ডনে ছিলেন শাকিব। বুধবার ঢাকায় ফিরে একদিন বিশামের পর শুক্রবার রাত ৮টায় রাজধানীর শ্যামলী হলে দর্শকদের সঙ্গে তার অভিনীত ‘নবাব’ চলচ্চিত্রটি দেখেছেন। এ সময় হলের প্রবেশ পথে এক ভক্ত বলে উঠলেন, ‘নবাব’ দেখতে এসেছেন আমাদের নবাব (শাকিব খান)। শাকিবের প্রবেশের খবর জেনে ভক্তরা সেলফি ওঠানোর জন্য ভিড় করে। শাকিবও সেলফি আর ছবিতে ভক্তদের সঙ্গে মেতে ওঠেন। তবে জনপ্রিয় তারকা শাকিব এতে বিরক্ত হননি। বরং অনেকের সঙ্গে কুশল বিনিময় করেছেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সেলিমা খাতুন, চলচ্চিত্র প্রযোজক ইকবালসহ আরও অনেকে। শাকিব দর্শকসারিতে বসে চলচ্চিত্র দেখার পাশাপাশি বিরতির সময় সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেয়। শাকিব বলেন, ভক্তরা পাশে থাকলে আমি ভাল কাজ করার সাহস পাব। আর ভক্তদের সঙ্গে অবশ্যই দেখা করব, এটা হবে তাদের জন্য সারপ্রাইজ। ভক্তদের সঙ্গে সময় কাটাতে চাই। ঢাকায় যতদিন আছি আমার ভক্তদের সঙ্গে হলে গিয়ে চলচ্চিত্র দেখব। এর বাইরে ঢাকায় যমুনা ব্লকবাস্টার হলে শাকিব ও অপু অভিনীত ‘রাজনীতি’ চলচ্চিত্রটি চলছে। এটিও শনিবার দর্শকসারিতে বসে দেখছেন শাকিব খান। তিনি আর যারা এখনও ‘নবাব’ ও ‘রাজনীতি’ দেখেননি তাদেরকে দেখার আমন্ত্রণ জানান। শ্যামলীর ম্যানেজার মোঃ হাসান বলেন, চলচ্চিত্রটি মুক্তির পর থেকে দর্শকের আগ্রহ বেড়েই যাচ্ছে। ‘নবাব’ ঈদের দিন থেকে আজ পর্যন্ত হাউসফুল চলছে। ‘নবাব’ চলচ্চিত্রটি পরিচালনা করেছেন আবদুল আজিজ এবং জয়দ্বীপ মুখার্জি। এতে অভিনয় করেছেন শাকিব খান, শুভশ্রী, অমিত হাসান, রজতাভ দত্ত, কমল প্রমুখ।
×