ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আগামী অর্থবছরে সাড়ে ৪ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে আইসিবি

প্রকাশিত: ০৩:৪৮, ২৯ জুন ২০১৭

আগামী অর্থবছরে সাড়ে ৪ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে আইসিবি

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারের চাকা সচল রাখতে আগামী অর্থবছরে (২০১৭-১৮) নতুন করে ৪ হাজার ৫০০ কোটি টাকা বিনিয়োগ করবে রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি)। ২০১৭-১৮ হিসাব বছরের শুরুতেই বার্ষিক কর্ম সম্পাদন চুক্তিতে পুঁজিবাজারের উন্নয়নে এ টাকা বিনিয়োগের সিদ্ধান্ত হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সঙ্গে আইসিবির এ চুক্তি স্বাক্ষর হয়েছে। গত ১৮ জুন চুক্তিতে স্বাক্ষর করেন আইসিবির চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব। চুক্তি অনুযায়ী, ২০১৭-১৮ অর্থবছরে পুঁজিবাজারের উন্নয়নে নতুন করে ৪ হাজার ৫০০ কোটি টাকা বিনিয়োগ করবে আইসিবি। চলতি ২০১৬-২০১৭ অর্থবছরে পুঁজিবাজারে নতুন বিনিয়োগের লক্ষ্যমাত্রা ছিল ২ হাজার ৬০০ কোটি টাকা। তবে মার্চ পর্যন্ত পুঁজিবাজারে আইসিবি মোট ৩ হাজার ৪৫৪ কোটি টাকা নতুন বিনিয়োগ করেছে। যা লক্ষ্যমাত্রার চেয়ে ৩৩ শতাংশ বেশি। এছাড়া ২০১৭-২০১৮ অর্থবছরে আইসিবিকে পুঁজিবাজারে ১৪০০ কোটি টাকা মার্জিন ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। ২০১৬-২০১৭ অর্থবছরের মার্চ পর্যন্ত ১৩৫৪ কোটি টাকার নতুন মার্জিন ঋণ বিতরণ করেছে আইসিবি। আইসিবি সূত্র জানায়, পুঁজিবাজারকে স্থিতিশীল রাখতে স্টক এক্সচেঞ্জের সেকেন্ডারি মার্কেটে আইসিবি প্রতিদিনই লেনদেন করছে। গত তিন বছরে দেশের প্রধান শেয়ারবাজার ডিএসইতে আইসিবি মোট লেনদেন করেছে ৩৬ হাজার ৯৩৫ কোটি টাকা। যা ডিএসইতে সংঘটিত মোট লেনদেনের ১০.২৭ শতাংশ। এছাড়া গত তিন বছরে আইসিবি এবং এর অঙ্গ প্রতিষ্ঠানগুলোর নিজস্ব পোর্টফোলিও এবং পরিচালিত মিউচুয়াল ফান্ড পোর্টফোলিওর মাধ্যমে পুঁজিবাজারে মোট বিনিয়োগ হয়েছে ১১ হাজার ৫৬২ কোটি টাকা। আগামী বছরে এ বিনিয়োগ আরও বাড়ানো হবে বলে চুক্তিতে উল্লেখ করা হয়েছে। এ প্রসঙ্গে আইসিবির ব্যবস্থাপনা পরিচালক ইফতিখার-উজ-জামান বলেন, টেকসই পুঁজিবাজার গঠনের পাশাপাশি এর উন্নয়নের জন্য আইসিবি নিরলসভাবে কাজ করছে। প্রতিবছরের মতো চলতি বছরেও পুঁজিবাজারের উন্নয়নে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়নে আইসিবি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।
×