Notice: Undefined variable: sImgDir in /home/da1lyjuakan7ha/public_html/details.php on line 123

Notice: Undefined variable: sImgDir in /home/da1lyjuakan7ha/public_html/details.php on line 125
রাজশাহীতে গম বিতরণকে কেন্দ্র করে সংঘর্ষ ॥ কাউন্সিলর আটক

ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে গম বিতরণকে কেন্দ্র করে সংঘর্ষ ॥ কাউন্সিলর আটক

প্রকাশিত: ২২:১৩, ২৪ জুন ২০১৭

রাজশাহীতে গম বিতরণকে কেন্দ্র করে সংঘর্ষ ॥ কাউন্সিলর আটক

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কাঁকনহাট পৌরসভায় ভিজিএফ’র গম বিতরণকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে ওয়ার্ড কাউন্সিলরসহ অন্তত: ১০ জন আহত হয়েছে। এরমধ্যে তিনজনকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শনিবার দুপুরে কাঁকনহাট পৌরসভায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় আহতরা হলেন, তিন নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবদুল্লাহেল কাফী, মো. বাবু, দুলাল আলী। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। স্থানীয় সূত্র জানায়, শনিবার সকাল থেকে কাঁকনহাটে ভিজিএফএ কার্ডধারীদের মাঝে গম বিতরণ করা শুরু করা হয়। তবে ৩ নম্বর ওয়ার্ডে গম বিতরণ করার জন্য পৌর মেয়র আবদুল মজিদ দায়িত্ব দেন বিএনপিপন্থি সংরক্ষিত নারী কাউন্সিলর শাহনাজ পারভীনকে। এতে তিনি গমের ওজন কম দেয়া শুরু করলে প্রতিবাদ জানান সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর আবদুল্লাহেল কাফী। শেষে কাফি স্থানীয় থানা পুলিশকে জানিয়ে গম বিতরণ শুরু করার। এ প্রতিবাদ করার জের ধরে দুপুর সাড়ে ১২টার দিকে মেয়র মজিদ গ্রুপের কাউন্সিলর জাহাঙ্গীর আলম, বিশু, আমিরুল, মোর্তজাসহ ১০-১২ জনের একটি দল অতর্কিত হামলা চালায় কাফির ওপর। এ খবর ছড়িয়ে পড়লে কাফির সমর্থকরাও প্রতিবাদে এগিয়ে আসে। এতে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গোদাগড়ীর থানার ওসি হিফজুল আলম মুন্সি বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে আছে। তবে গম বিতরণের সময় সংঘর্ষে জড়িয়ে পড়ার অভিযোগে পুলিশ ওয়ার্ড কাউন্সিলর কাফিকে আটক করেছে।
×