ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

১ জুলাই থেকে বিএনপির সদস্য সংগ্রহ অভিযান

প্রকাশিত: ০৬:৪০, ২৪ জুন ২০১৭

১ জুলাই থেকে বিএনপির সদস্য সংগ্রহ অভিযান

স্টাফ রিপোর্টার ॥ ১ জুলাই থেকে শুরু হবে বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন অভিযান। ২ মাসব্যাপী এ কর্মসূচী ১ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। শুক্রবার নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রিজভী বলেন, প্রতিবছর দলের প্রাথমিক সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কার্যক্রম পরিচালিত হয়। কিন্তু গত কয়েক বছর আন্দোলন-সংগ্রামের পরিপ্রেক্ষিতে এ কার্যক্রম পরিচালিত হয়নি। আমরা এবার সারাদেশের জেলা, মহানগর, থানা, পৌরসভাসহ বিভিন্ন ইউনিটে বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন অভিযান চালাব আগামী ১ জুলাই থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত। মাদারীপুরের চরমপন্থী নেতা ঢাকায় গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ২৩ জুন ॥ দুর্ধর্ষ সন্ত্রাসী, মাদারীপুরের ত্রাস, আলোচিত পুলিশ ফাঁড়ি লুট, হত্যাসহ একাধিক মামলার আসামি চরমপন্থী দলের আঞ্চলিক কমান্ডার রোমান ফরাজীকে (৪৩) ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। তার কাছ থেকে একটি শাটারগান ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। শিবচর থানার ওসি জাকির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গভীর রাতে শিবচর থানা পুলিশ রাজধানীর পল্টন থানা পুলিশের সহযোগিতায় পল্টন এলাকায় অভিযান চালিয়ে চরমপন্থী দলের আঞ্চলিক কমান্ডার রোমান ফরাজীকে গ্রেফতার করে। তার দেয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে পুলিশ রোমান ফরাজীর বাড়ি উপজেলার দক্ষিণ বহেরাতলা গ্রামের একটি বাঁশঝাড় থেকে একটি শাটারগান ও তিন রাউন্ড গুলি উদ্ধার করে। গ্রেফতার রোমান ফরাজী বহেরাতলা দক্ষিণ ইউনিয়নের মৃত খোরশেদ ফরাজীর ছেলে। সন্ত্রাসী রোমান ফরাজীর নামে হত্যা, আলোচিত দত্তপাড়া পুলিশ ফাঁড়ি লুটসহ একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। ছবি প্রদর্শনী বিশ্বখ্যাত চিত্রশিল্পী পাবলো পিকাসোর আঁকা ছবি ‘উইমিন উইথ এ ইয়েলো নেকলেস’ দেখছেন এক নারী দর্শনার্থী। ফ্রান্সের পার্পিনানে রিগার্ড মিউজিয়াম সম্প্রতি পিকাসোর আঁকা বেশ কিছু পুরাতন ছবি প্রদর্শনীর আয়োজন করে। -এএফপি নৌকা বাইচ প্রতিযোগিতা ২০২৪ সালের গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসে প্যারিস শহরের বাসিন্দাদের অংশগ্রহণকে উৎসাহিত করতে শুক্রবার সেইনি নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ সময় প্যারিসের মেয়র ও কো-প্রেসিডেন্ট উপস্থিত ছিলেন। -এএফপি
×