ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে মার্কিন নাগরিকের ছিনতাইকৃত মালামাল উদ্ধার

প্রকাশিত: ০৬:২০, ২৪ জুন ২০১৭

চট্টগ্রামে মার্কিন নাগরিকের ছিনতাইকৃত মালামাল উদ্ধার

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে মার্কিন নাগরিক ও এশিয়ান উইমেন ইউনিভার্সিটির শিক্ষকের কাছ থেকে ছিনিয়ে নেয়া মালামাল উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। মাত্র ২৪ ঘণ্টার মধ্যে ছিনতাই কাজে ব্যবহৃত সিএনজি ট্যাক্সিসহ এক ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। তবে ছিনতাইকারী একটি ভুঁইফোড় পত্রিকার সংবাদকর্মী বলে নিজেকে বাঁচানোর চেষ্টা করেছে বলে পুলিশের কাছ থেকে অভিযোগ পাওয়া গেছে। শুধু তাই নয় এই ছিনতাই কাজে ব্যবহৃত ট্যাক্সিটিও রেজিস্ট্রেশনবিহীন। এমনকি সাংবাদিক পরিচয় দিয়ে অবৈধভাবে ট্যাক্সিটি রাস্তায় চলছিল। এদিকে মহানগর গোয়েন্দা বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশ ও বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করার প্রয়াসে পুলিশ কমিশনার মহোদয়ের নির্দেশে মহানগর গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনার (উত্তর ও দক্ষিণ) হাসান মোঃ শওকত আলী সাহেবের তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মির্জা সায়েম মাহমুদের নেতৃত্বে একটি বিশেষ টিম এ অভিযান পরিচালনা করে। প্রশ্ন উঠেছে, বিদেশী নাগরিকের কারণে পুলিশ ২৪ ঘণ্টায় ছিনতাইয়ের মালামাল উদ্ধার করেছে, কিন্তু এ দেশের মানুষের ক্ষেত্রে এমন অভিযান পরিচালিত হয় না কেন। দফায় দফায় থানায় ও তদন্তকারী কর্মকর্তার কাছে ধরনা দিয়েও অপরাধীকে পাওয়া যায় না। আর সাধারণ ডায়েরি করলে তা থানা-পুলিশ খতিয়ে দেখেন না বলে অভিযোগ রয়েছে। সিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ও জনসংযোগ কর্মকর্তা জানিয়েছেন, গত ২১ জুন রাত সাড়ে ৯টার দিকে খুলশী থানাধীন জাকির হোসেন রোডস্থ আল মদিনা ড্রাই ক্লিনার্সের সামনে দাঁড়িয়ে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন চট্টগ্রামের মার্কিন নাগরিক ও এশিয়ান উইমেন ইউনিভার্সিটির শিক্ষক ডানা হাডসন ম্যাকল্যাচিন। এ সময় তার কাছ থেকে ভ্যানি ব্যাগটি ছিনিয়ে নেয় সিএনজি টেক্সিতে থাকা দুই ছিনতাইকারী। ভ্যানিটি ব্যাগে শিক্ষকের ব্যবহৃত ম্যকবুক মডেলের এয়ার ল্যাপটপ, একটি আইপড, একটি ই-রিডার, একটি নকিয়া ফোন, সাত হাজার টাকা, আমেরিকার একটি ড্রাইভিং লাইসেন্স ও একটি ব্যাংক কার্ড নিয়ে যায়। এ ঘটনায় অনতি দূরে থাকা খুলশী থানায় একটি নিয়মিত মামলা করেন ক্ষতিগ্রস্ত শিক্ষক। পুলিশ আরও জানায়, চাঞ্চল্যকার এ ছিনতাই ঘটনায় বিদেশী নাগরিক ও আন্তর্জাতিক শিক্ষা প্রতিষ্ঠানের নিকট বাংলাদেশ ও বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করার প্রয়াসে অভিযানে নামে পুলিশ। পুলিশ কমিশনার মোহাম্মদ ইকবাল বাহারের নির্দেশে মহানগর গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনার (উত্তর ও দক্ষিণ) হাসান মোঃ শওকত আলীর তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মির্জা সায়েম মাহমুদের নেতৃত্বে একটি বিশেষ টিম এ অভিযান পরিচালনা করে। গত ২২ জুন বিকেল ৩টা থেকে রাত পৌনে ১২টা পর্যন্ত চান্দগাঁও থানাধীন বাহির সিগন্যাল রেলগেইটের কাছ থেকে ছিনতাইয়ের ঘটনায় ব্যবহৃত নম্বরবিহীন সিএনজিসহ পেশাদার ছিনতাইকারী মোঃ নাগর প-িতকে গ্রেফতার করে। পরে গ্রেফতারকৃত ছিনতাইকারীর স্বীকারোক্তি অনুযায়ী ছিনতাইকৃত ম্যকবুক মডেলের এয়ার ল্যাপটপ, একটি আইপড, একটি ই-রিডার উদ্ধার করে। পুলিশ আরও জানায়, ছিনতাইকারীর হেফাজত হতে ‘দৈনিক সংবাদ মোহনা’ নামে একটি ডিজিটাল প্লাস্টিক আইডি কার্ড উদ্ধার করা হয়েছে। ছিনতাইকারী সাংবাদিক পরিচয়ে নম্বরবিহীন ও আটককৃত এ সিএনজি টেক্সিটি পরিচালনা করে আসছিল। বিভিন্ন থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে স্বীকার করেছে। আটক ছিনতাইকারীর সহযোগী পলাতক ছিনতাইকারীকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে। অপরদিকে, গোয়েন্দা পুলিশের আরেক অভিযানে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের ৫ সদস্যকে অস্ত্রসহ আটক করা হয়েছে। তারা হলোÑ মোঃ ইয়াছিন, মোঃ আব্দুর রহিম, মোঃ হৃদয়, মোঃ বাবলু ও মোঃ আলামিন। গ্রেফতারকৃত আসামিরা প্রত্যেকেই শহরের চিহ্নিত ছিনতাইকারী। এদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা থাকলেও জামিনে বের হয়ে পুনরায় একই পেশায় জড়িয়ে পড়ে। গত ২২ জুন রাতে আগ্রাবাদ এক্সেস রোডের গোল্ডেন টাচ কমিউনিটি সেন্টার এর সামনে এক পথচারীর কাছ থেকে ছিনতাই এর চেষ্টাকালে হাতেনাতে ৩ জনকে গ্রেফতার করা হয়। অপর এক ঘটনায় ২৩ জুন রাতে সময় ছিনতাই এর প্রস্তুতিকালে নগরীর ডবলমুরিং থানাধীন শেখ মুজিব রোডের রেডিও অফিসের সামনে থেকে অস্ত্রসহ গ্রেফতার করা হয় আরও দু’জনকে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে নগরীর হালিশহর ও ডবলমুরিং থানায় পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে।
×