ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

বিশ্ব হাইড্রোগ্রাফিক দিবস পালিত

প্রকাশিত: ০৮:০৩, ২৩ জুন ২০১৭

বিশ্ব হাইড্রোগ্রাফিক দিবস পালিত

সমুদ্র ও সমুদ্রপথের সুষ্ঠু ব্যবস্থাপনায় হাইড্রোগ্রাফির গুরুত্ব তুলে ধরার লক্ষ্যে বুধবার বিশ্বব্যাপী ‘হাইড্রোগ্রাফিক দিবস-২০১৭’ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। ২০০৫ সাল থেকে আন্তর্জাতিক সংস্থা এবং তার সদস্য দেশসমূহে হাইড্রোগ্রাফির উপর সর্বসাধারণের কাছে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে দিবসটি উদযাপন করা হচ্ছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য স্লোগান ছিল ‘Mapping our seas, oceans and waterways-more important than ever.’ বাংলাদেশ আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সংস্থার সক্রিয় সদস্য দেশ। বাংলাদেশ নৌবাহিনী দেশের জলসীমায় দেশী-বিদেশী বাণিজ্যিক জাহাজসমূহের নিরাপদ নেভিগেশনের জন্য আন্তর্জাতিক মান বজায় রেখে চার্ট ও পাবলিকেশন তৈরি করেছে, যা আন্তর্জাতিক পরিম-লে সুনাম অর্জন করেছে।-আইএসপিআর
×