ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

২১৯টি নতুন গ্রহের সন্ধান

প্রকাশিত: ০৬:১৭, ২২ জুন ২০১৭

২১৯টি নতুন গ্রহের সন্ধান

কেপলার মহাকাশযান সৌর জগতের বাইরে সম্ভাব্য আরও ২১৯টি নতুন গ্রহের সন্ধান পেয়েছে যার মধ্যে ১০টি গ্রহ বাসযোগ্য হতে পারে। নাসার রিসার্চ সেন্টারে বিজ্ঞানীরা এ পর্যন্ত পাওয়া সম্ভাব্য গ্রহের নির্ভরযোগ্য তালিকা প্রকাশ করেছেন, সেখানে মোট গ্রহের সংখ্যা জানানো হয়েছে ৪ হাজার ৩৪টি। বিজ্ঞানীদের মতে, কেপলার মিশনে এ পর্যন্ত ২ হাজার ৩০০-এর বেশি গ্রহের অস্তিত্বের ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে, যার মধ্যে ৩০টি পৃথিবী আকৃতির গ্রহ রয়েছে। মহাকাশে বাসযোগ্য সম্ভাব্য স্থান এখন প্রায় পঞ্চাশে উন্নীত হয়েছে, যেখানে সৌর জগতের বাইরে তিরিশটি সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে। নতুন এই গবেষণা মহাকাশে প্রাণের অস্তিত্ব অনুসন্ধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। সৌর জগতের বাইরে বাসযোগ্য গ্রহ অনুসন্ধানের কাজে নিয়োজিত নাসার টেলিস্কোপ কেপলার। ২০০৯ সালে নাসা কেপলার টেলিস্কোপটি পাঠানোর পর থেকে এটি ব্যস্ত সময় পার করছে। -ডেইলি মেইল
×