ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এ্যালুমিনিয়াম ম্যানুফ্যাকচারর্স এ্যাসোসিয়েশনের সংবাদ সম্মেলন

এ্যালুমিনিয়াম তৈজসপত্রে ভ্যাট অব্যাহতি দাবি

প্রকাশিত: ০৭:০০, ১৯ জুন ২০১৭

এ্যালুমিনিয়াম তৈজসপত্রে ভ্যাট অব্যাহতি দাবি

স্টাফ রিপোর্টার ॥ দেশে ভ্যাট ব্যবস্থা প্রবর্তিত হওয়ার পর থেকে এ্যালুমিনিয়াম তৈজসপত্র শিল্পের উৎপাদন পর্যায়ে ভ্যাট অব্যাহতি ছিল। কিন্তু প্রস্তাবিত ২০১৭-১৮ অর্থবছরের বাজেটে উৎপাদন পর্যায়ে ভ্যাট অব্যাহতি উঠিয়ে নেয়া হয়েছে। এতে শিল্পটিকে অন্যান্য শিল্পের মতো উৎপাদন পর্যায়ে ১৫ শতাংশ ভ্যাট প্রদান করতে হবে। অথচ হাঁড়ি, পাতিল নিম্ন শ্রেণীর মানুষের জীবনযাত্রার সঙ্গে সম্পৃক্ত। এতে নিম্নআয়ের মানুষ ক্ষতিগ্রস্ত হবে। ছোট ছোট শিল্প হারিয়ে যাবে। তাই প্লাস্টিক ও কৃষি যন্ত্রপাতির মতো এ্যালুমিনিয়াম তৈজসপত্র শিল্পেও চলমান ভ্যাট অব্যাহতি বজায় রাখতে হবে। রবিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ এ্যালুমিনিয়াম ম্যানুফ্যাকচারর্স এ্যাসোসিয়েশন আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিল্পটির উৎপাদন পর্যায়ে পেয়ে আসা ভ্যাট অব্যাহতি প্রত্যাহার না করার দাবি জানিয়ে সংগঠনের সভাপতি ওবায়দুর রহমান এসব কথা বলেন। লিখিত বক্তব্যে ওবায়দুর রহমান বলেন, দেশে ১৯৯১ সালে ভ্যাট ব্যবস্থা প্রবর্তিত হওয়ার সময় থেকেই এ্যালুমিনিয়াম তৈজসপত্র শিল্পের উৎপাদন পর্যায়ে ভ্যাট অব্যাহতি ছিল। আরও বেশ কয়েকটি শিল্পের উৎপাদন পর্যায়েও ভ্যাট অব্যাহতি আছে। যেমন প্লাস্টিক ও কৃষি যন্ত্রপাতি। আমাদের শিল্পটিও নিম্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে সম্পৃক্ত। আমরা যা উৎপাদন করি তা গরিব শ্রেণী পেশার মানুষ ব্যবহার করে- যেমন হাঁড়ি, পাতিল। চলমান যে ভ্যাট অব্যাহতি ছিল সেটা প্রত্যহার করায় নিম্ন শ্রেণী পেশার মানুষের জীবনযাত্রায় বিরূপ প্রভাব পড়বে। তাই উৎপাদন পর্যায়ে পেয়ে আসা ভ্যাট অব্যাহতি বজায় রাখতে হবে। সংগঠনের নেতারা জানান, প্রস্তাবিত বাজেটে ১৫ শতাংশ হারে যে ভ্যাট আরোপ করা হয়েছে তারা এর বিরোধী নয়। তৈজসপত্রের আমদানি পর্যায়ে আরোপিত ১৫ শতাংশ ভ্যাটের বিরোধীও তারা নয়। তবে একই শিল্পের উৎপাদন পর্যায়ে কোনক্রমেই ভ্যাট কাম্য নয়। তাই উৎপাদন পর্যায়ে পেয়ে আসা ভ্যাট অব্যাহতি বজায় রাখতে হবে তাদের জোর দাবি। ওই সংবাদ সম্মেলনে বাংলাদেশ এ্যালুমিনিয়াম ম্যানুফ্যাকচারর্স এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এপি মোস্তফা হিন্ডালসহ সংগঠনের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
×