ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

১২২ কোটি টাকার বন্ড ছাড়বে এনভয় টেক্সটাইল

প্রকাশিত: ০৬:৫৮, ১৯ জুন ২০১৭

১২২ কোটি টাকার বন্ড ছাড়বে এনভয় টেক্সটাইল

অর্থনৈতিক রিপোর্টার ॥ বন্ড ছেড়ে টাকা উত্তোলনের সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এনভয় টেক্সটাইল মিলস লিমিটেড। সিদ্ধান্ত অনুযায়ী বাজারে বন্ড ছেড়ে ১২২ কোটি ৪২ লাখ ৪০ হাজার টাকা উত্তোলন করবে প্রতিষ্ঠানটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্রমতে, জিরো-কুপন বন্ড ইস্যুর মাধ্যমে এই অর্থ সংগ্রহ করা হবে। আর বন্ডটি হবে রিডিমেবল ও নন-কনভার্টেবল। অর্থাৎ মেয়াদ শেষে এই বন্ড অবসায়িত হবে। বন্ডের কোন অংশই শেয়ারে রূপান্তরিত হবে না। প্রাইভেট প্লেসমেন্ট তথা ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক যোগাযোগের মাধ্যমে এই বন্ড বিক্রি করা হবে। জানা যায়, বিভিন্ন মেয়াদের বন্ড ছেড়ে কাক্সিক্ষত অর্থ সংগ্রহ করবে এনভয় টেক্সটাইল। এর মধ্যে সবচেয়ে কম মেয়াদের বন্ডের মেয়াদ হবে ৬ মাস, আর সর্বোচ্চ মেয়াদ ৫ বছর। একজন বিনিয়োগকারীকে আনুপাতিক হারে সব মেয়াদের বন্ড কিনতে হবে। প্রতিটি বন্ডের মেয়াদ শেষে ওই বিনিয়োগকারী অভিহিত মূল্য ফেরত পাবেন। আলোচিত বন্ডের ডিসকাউন্ট বা ছাড়ের হার হবে ৭.৭৫ শতাংশ। অর্থাৎ এক বছর মেয়াদী একটি বন্ডের অভিহিত মূল্য যদি হয় ১০০ টাকা, তাহলে একজন বিনিয়োগকারী তা ৯২ টাকা ২৫ পয়সায় কিনতে পারবেন। অন্যভাবে বলা যায়, কোন বিনিয়োগকারী ৯২ টাকা ২৫ পয়সায় একটি বন্ড কিনলে এক বছর পর ১০০ টাকা ফেরত পাবেন। এদিকে, বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর অনুমোদন সাপেক্ষে এই অর্থ সংগ্রহ করা হবে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে। ন্যাশনাল হাউজিংয়ের ঋণমান এ ওয়ান অর্থনৈতিক রিপোর্টার ॥ দীর্ঘমেয়াদে ন্যাশনাল হাউজিং ফিন্যান্স এ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেডের ঋণমান ‘এ ওয়ান’ ও স্বল্পমেয়াদে ‘এসটি-থ্রি’। ২০১৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ সংশ্লিষ্ট অন্যান্য তথ্যের ভিত্তিতে সম্প্রতি এ প্রত্যয়ন করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (সিআরএবি)। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০১৬ হিসাব বছরের জন্য ১৮ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে ন্যাশনাল হাউজিং। গেল হিসাব বছরে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ২৯ পয়সা, আগের বছর যা ছিল ২ টাকা ১৭ পয়সা। ৩১ ডিসেম্বর এর শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ১৫ টাকা ৩৯ পয়সায়। এদিকে চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ৫৬ পয়সা ইপিএস দেখিয়েছে ন্যাশনাল হাউজিং। আগের বছর একই সময়ে যা ছিল ৬১ পয়সা। ৩১ মার্চ এর এনএভিপিএস দাঁড়ায় ১৫ টাকা ৯৪ পয়সায়। ২০১৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য ১৭ শতাংশ নগদ লভ্যাংশ পেয়েছেন ন্যাশনাল হাউজিংয়ের শেয়ারহোল্ডাররা। ২০১৪ সালে ১৫ শতাংশ নগদ লভ্যাংশ পেয়েছিলেন এর শেয়ারহোল্ডাররা। ডিএসইতে ন্যাশনাল হাউজিং শেয়ারের সর্বশেষ দর ছিল ৪৬ টাকা ৯০ পয়সা।
×