ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বস্ত্র খাতে আয় ২৬.৪৬ বিলিয়ন ডলার

প্রকাশিত: ০৬:৪৫, ১৫ জুন ২০১৭

বস্ত্র খাতে আয় ২৬.৪৬ বিলিয়ন ডলার

বস্ত্র ও পাটমন্ত্রী মুহা. ইমাজ উদ্দিন প্রামাণিক বলেছেন, এক্সপোর্ট প্রমোশন ব্যুরোর (ইপিবি) তথ্যানুযায়ী চলতি অর্থবছরে মে ২০১৭ পর্যন্ত বস্ত্র খাত থেকে অর্জিত বৈদেশিক মুদ্রার পরিমাণ প্রায় ২৬.৪৬ বিলিয়ন মার্কিন ডলার। বুধবার জাতীয় সংসদে মাহমুদ উস সামাদ চৌধুরীর (সিলেট-৩) লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। রহিম উল্লাহর (ফেনী-৩) তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বস্ত্র ও পার্ট মন্ত্রণালয় পোশাক কর্তৃপক্ষের হিসেবে বস্ত্র পরিদফতর তৈরি পোশাক খাতে কতিপয় সেবা দিয়ে থাকে। সেবাসমূহের মধ্যে রেজিস্ট্রেশন, মেশিন ছাড়করণের সুপারিশ, অনাপত্তিপত্র, ইমপোর্ট পারমিট ও ওয়ার্ক পারমিট দিয়ে থাকে। -অর্থনৈতিক রিপোর্টার সোনামসজিদ বন্দর দিয়ে ব্যাপক চাল ঢুকছে সোনামসজিদ স্থলবন্দর হয়ে ভারত থেকে আমদানি করা চাল আসা শুরু হয়েছে। পাশাপাশি চাঁপাইনবাবগঞ্জে চালের দাম কমতে শুরু করেছে। চাল আমদানিতে ২৫ শতাংশ শুল্কায়ন থাকার পরেও রেকর্ড পরিমাণ চাল আমদানি হচ্ছে। প্রতিদিন দুই শত টনের অধিক চাল প্রবেশ করছে। ভারতে মোটা চাল কেজিপ্রতি ৩০ থেকে ৩২ টাকা রুপী দরে পাওয়া যাচ্ছে। এখানে এত দিন মোটা চালের দাম ছিল ৪৫ থেকে ৫০ টাকার মধ্যে। ভারতীয় চাল আসার পর কেজি প্রতি কমেছে ৩ থেকে পাঁচ টাকা। চালের দাম সপ্তাহখানেকের মধ্যে সহনীয় পর্যায়ে চলে আসবে। তবে এ অঞ্চলের (রহনপুর মিলিয়ে) অর্ধশতাধিক অটোরাইস মিলের গোডাউনে মজুদ ধানের পরিমাণ কয়েক লাখ টন ছাড়িয়ে যাবে। প্রশাসন গুদামজাত করা ধান যে কোন মূল্যে ছাড়াতে পারলে চালের দাম কেজিতে ১০ থেকে ১৫ টাকা কমে যাবে। পানামা পোর্ট লিংক বলছে ১১ জুন পর্যন্ত এক মাসে ৮ শত মেট্রিক টন চাল এসেছে। এখন প্রতিদিন ২৫ থেকে ৩০টি ট্রাক চাল বন্দরে আসছে। -স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ
×