ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রহিমা ফুডের দরবৃদ্ধির কারণ নেই

প্রকাশিত: ০৬:৪২, ১৫ জুন ২০১৭

রহিমা ফুডের দরবৃদ্ধির কারণ নেই

পুঁজিবাজারের তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি রহিমা ফুড কর্পোরেশন লিমিটেডের শেয়ায়ের দর বাড়ার কোন কারণ নেই। শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চাইলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এমনটা জানায় কোম্পানি কর্তৃপক্ষ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে কোম্পানি কর্তৃপক্ষের কাছে নোটিস পাঠায় ডিএসই। এর জবাবে কোম্পানিটি জানায়, কোন রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে। বিশ্লেষণে দেখা যায়, গত ১২ জুন থেকে শেয়ারটির দর বেড়েই চলেছে। এ সময়ে শেয়ারটির দর ১২৮ টাকা ৯০ পয়সা থেকে বেড়ে সর্বশেষ ১৩৬ টাকা পর্যন্ত হয়। অর্থাৎ শেয়ারটির দর বেড়েছে ৭ টাকা ১০ পয়সা বা ৫ দশমিক ৫১ শতাংশ। আর শেয়ারটির এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই কর্তৃপক্ষ। -অর্থনৈতিক রিপোর্টার অনুমোদিত মূলধন বাড়াবে আরএসআরএম স্টিল অনুমোধিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি রতনপুর স্টিল রি-রোলিং মিলস লিমিটেড (আরএসআরএম)। বুধবার কোম্পানির পরিচালনা পর্ষদের ৩৫৩তম সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। সূত্র মতে, বর্তমানে কোম্পানির অনুমোধিত মূলধন ১০০ কোটি টাকা। এটি বাড়িয়ে ৩০০ কোটি টাকা করতে চায় কোম্পানিটি। এজন্য শেয়ারহোল্ডারদের অনুমোদন প্রয়োজন। শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে আগামী ৩১ জুলাই বিশেষ সাধারণ সভার (ইজিএম) দিন ঠিক করা হয়েছে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৯ জুলাই। সর্বশেষ প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটির ৯ মাসে (জুলাই-মার্চ) ইপিএস ৬ টাকা ২ পয়সা। গত বছরের একই সময়ে যা ছিল ২ টাকা ৩৮ পয়সা। আর সর্বশেষ ৩ মাসে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির ইপিএস ছিল ২ টাকা ৯০ পয়সা। গত বছরের একই সময়ে যা ছিল ৮৪ পয়সা। -অর্থনৈতিক রিপোর্টার
×