ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঈদবাজারে ওয়ালটনের ২৬ মডেলের নতুন ফ্রিজ

প্রকাশিত: ০৬:৩৮, ১৪ জুন ২০১৭

ঈদবাজারে ওয়ালটনের ২৬ মডেলের নতুন ফ্রিজ

অর্থনৈতিক রিপোর্টার ॥ ঈদ-উল ফিতর উপলক্ষে স্থানীয় বাজারে এবার ফ্রিজের চাহিদা তুলনামূলক বেশি। এই বাড়তি চাহিদাকে ঘিরে ২ লাখেরও বেশি ফ্রিজ বিক্রির টার্গেট নিয়েছে ওয়ালটন। যা গত বছরের রমজান মাসের তুলনায় প্রায় ২০ শতাংশ বেশি। বাজারে পাওয়া যাচ্ছে ওয়ালটনের শতাধিক মডেলের ফ্রস্ট, নন-ফ্রস্ট ও ডিপ ফ্রিজ। এর মধ্যে নতুন এসেছে ২৬টি মডেলের ফ্রস্ট ও নন-ফ্রস্ট ফ্রিজ। যেগুলোতে ব্যাপক ভিত্তিক বিদ্যুত সাশ্রয়ী প্রযুক্তির পাশাপাশি ব্যবহার করা হয়েছে পরিবেশবান্ধব সম্পূর্ণ গ্রীন গ্যাস জ৬০০ধ রেফ্রিজারেন্ট। ওয়ালটন সূত্রমতে, ঈদ-উল ফিতরকে কেন্দ্র করে প্রতিবছরই ফ্রিজের চাহিদা ও বিক্রি বাড়ে। এর সঙ্গে এবার যুক্ত হয়েছে অসহনীয় গরম। ফলে এবার ফ্রিজের চাহিদা কিছুটা বাড়তি। আর এই বাড়তি চাহিদা পূরণে বাজারে সর্বোচ্চ সংখ্যক মডেলের রেফ্রিজারেটর ও ফ্রিজার নিয়ে এসেছে দেশীয় ব্র্যান্ড ওয়ালটন। কারখানায় উৎপাদন বৃদ্ধির পাশাপাশি গড়ে তোলা হয়েছে পণ্যের পর্যাপ্ত মজুদ। সরবারহ নির্বিঘœ রাখতে বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে। কারখানা থেকে ২৪ ঘণ্টা পণ্য পাঠানো হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। জানা গেছে, নতুন আসা ২৬ মডেলের মধ্যে রয়েছে ১৫টি ফ্রস্ট ও ১১টি নন ফ্রস্ট রেফ্রিজারেটর। বাংলাদেশের পুঁজিবাজার দুর্বল ॥ আইএমএফ অর্থনৈতিক রিপোর্টার ॥ আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বলেছে, বাংলাদেশের পুঁজিবাজার খুবই দুর্বল। দেশের বিনিয়োগ অর্থায়নে এর অবদানও অনেক কম। ২০১১ সালের সঙ্কটের পর সরকার আইন-কানুন ও ইক্যুইটি মার্কেটে অনেক সংস্কার করেছে। কিন্তু এখনও অনেক কিছু করার বাকি। দীর্ঘ মেয়াদে দেশের উন্নয়নকে সচল রাখতে হলে ব্যাংক ও পুঁজিবাজারকে কার্যকরভাবে ব্যবহার করে পড়ে থাকা সঞ্চয়কে বিনিয়োগের স্রোতে আনতে হবে। সংস্থাটির সাম্প্রতিক এক রিপোর্টে এই কথা বলা হয়েছে। বিভিন্ন তথ্য পর্যালোচনা করে আইএমএফ বলেছে, এখনও পার্শ্ববর্তী প্রতিদ্বন্দ্বী দেশগুলোর তুলনায় বাংলাদেশের পুঁজিবাজার তেমন শক্তিশালী নয়। বিনিয়োগের জন্য অর্থায়নের উৎস হিসেবে পুঁজিবাজারের অংশীদারিত্বে মালয়েশিয়া, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, ফিলিপিন্স ও ভারতের চেয়ে পিছিয়ে আছে বাংলাদেশ। অন্যদিকে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ২০১৬ সালের এক প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে আইএমএফ বলেছে, আর্থিক বাজার উন্নয়নের সূচকে বাংলাদেশের অবস্থান ৯৯তম।
×