ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিরল স্থলবন্দরের সড়ক ও কালভার্ট নির্মাণে অনিয়মের অভিযোগ

প্রকাশিত: ০৬:৩১, ১৩ জুন ২০১৭

বিরল স্থলবন্দরের সড়ক ও কালভার্ট নির্মাণে অনিয়মের অভিযোগ

অর্থনৈতিক রিপোর্টার ॥ দিনাজপুর বিরল স্থলবন্দর সড়ক ও কালভার্ট নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়রা এরইমধ্যে বন্ধ করে দিয়েছে নির্মাণ কাজ। তাদের আশঙ্কা, নিম্নমানের কাজের ফলে স্থলবন্দরের পণ্যবাহী যান চলাচল শুরু হলে, রাস্তা ও কালভার্টের বেহালদশা ভোগান্তি বাড়াবে। যদিও সড়ক ও জনপথ বিভাগের দাবি, কাজে কোন অনিয়ম হয়নি। দিনাজপুরের কাঞ্চনমোড় থেকে বিরল স্থলবন্দর পর্যন্ত রাস্তা নির্মাণ, প্রশস্ত করা, সেতু ও কালভার্ট নির্মাণের এই কাজ শুরু হয় ২০১৫ সালের পয়লা মার্চ। এ প্রকল্পে প্রায় ১৮ কিলোমিটার রাস্তাসহ ২৩টি কালভার্ট ও একটি সেতু নির্মাণ করা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, উপজেলার রামপুরা বাজার এলাকায় একটি কালভার্ট নিচু করে নির্মাণ করা হয়েছে। কাজ শেষ হওয়ার আগেই সেটি কিছুটা দেবে গেছে। এরপর কালভার্টসহ রাস্তার নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছেন স্থানীয়রা। এলাকাবাসীর আশঙ্কা, নিম্নমানের কাজের ফলে স্থলবন্দরের পণ্যবাহী যান চলাচল শুরু হলে, রাস্তা ও কালভার্টের বেহালদশা ভোগান্তি বাড়াবে। তাই নির্মাণ কাজের এই অনিয়মের তদন্ত চান স্থানীয় জনপ্রতিনিধিরাও। এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করেও কোন বক্তব্য পাওয়া যায়নি। তবে সড়ক ও জনপথ বিভাগের দাবি, কাজে অনিয়মের কোন সুযোগ নেই। দিনাজপুরের কাঞ্চনমোড় থেকে বিরল স্থলবন্দর পর্যন্ত সড়কের এই উন্নয়ন কাজের ব্যয় ধরা হয়েছে ৭১ কোটি ১৪ লাখ টাকা। ঈদের বাজারে গয়নার পসরা সাজিয়েছে ব্যবসায়ীরা ঈদে চাই হরেক রকমের সাজ। তাই পছন্দের পোশাক কিনতে তরুণ-তরুণীরা ছুটছেন এখানে-সেখানে। মানুষের ভিড়ে ব্যস্ত রাজধানীর সড়ক। ঈদকে সামনে রেখে রাজধানীর বিভিন্ন মার্কেটে বেড়েছে ভিড়। বিভিন্ন ঈদ পোশাকের পাশাপাশি আনন্দকে আরও বাড়াতে তরুণীরা ছুটছেন গহনা দিকে। একই সঙ্গে তাদের চাহিদা মতো স্বর্ণসহ ইমিটেশন, সিটি গোল্ড, গোল্ড প্লেটেডের নানা ধরনের গহনার পসরা সাজিয়েছেন ব্যবসায়ীরা। রাজধানীর নিউমার্কেট, চাঁদনী চক, গাউছিয়া, চন্দ্রিমা সুপার মার্কেট ঘুরে এমন চিত্র দেখা গেছে। তবে মার্কেট ব্যবসায়ীদের পাশাপাশি গহনার বিশাল কালেকশনে কোন অংশে কম নন নিউমার্কেট ও গাউছিয়ার ফুটপাথ ব্যবসায়ীরাও। সরেজমিনে মার্কেট ঘুরে দেখা গেছে, ঈদ উপলক্ষে গহনা ব্যবসায়ীরা স্বর্ণ ছাড়াও ইমিটিশন ও সিটি গোল্ডের চেইন, লকেট, চিকন ও মাঝারি বালা, আংটি, কানের দুল, নাকফুল, নোলক, নূপুর ও টিকলিসহ আধুনিক সব অলঙ্কারের পসরা সাজিয়েছেন তারা। -অর্থনৈতিক রিপোর্টার রাশিয়ায় পণ্য রফতানি বেড়েছে ৩৩ শতাংশ রাশিয়ার সঙ্গে বাংলাদেশের রফতানি বাণিজ্য ক্রমান্বয়ে বাড়ছে। চলতি ২০১৬-১৭ অর্থবছরের জুলাই-মে মেয়াদে (প্রথম ১১ মাসে) ওই দেশে ২৪ কোটি ৫০ লাখ মার্কিন ডলার বা ১ হাজার ৯৭৩ কোটি ৬৯ লাখ টাকার পণ্য রফতানি করা হয়েছে। যা ২০১৫-১৬ অর্থবছরের একই সময়ের তুলনায় ৩৩ দশমিক ৫৩ শতাংশ বেশি। রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সর্বশেষ হালনাগাদ থেকে এই তথ্য জানা গেছে। এতে আরও জানানো হয়েছে, ২০১৫-১৬ অর্থবছরে রাশিয়ায় মোট ৩১ কোটি ৫০ লাখ মার্কিন ডলারের পণ্য রফতানি করেছিল বাংলাদেশ। এর মধ্যে ওই বছরের জুলাই-মে মেয়াদে চীনে পণ্য রফতানিতে বাংলাদেশের আয় হয়েছিল ২৮ কোটি ২৫ লাখ ১০ হাজার মার্কিন ডলার। ২০১৬-১৭ অর্থবছরের জুলাই-মে মেয়াদে চীনে দেশে ৮৮ কোটি ১৬ লাখ ৭০ হাজার মার্কিন ডলার বা ৭ হাজার ১১১ কোটি ৫১ লাখ টাকার পণ্য রফতানি করা হয়েছে। যা ২০১৫-১৬ অর্থবছরের একই সময়ের তুলনায় ২৩ দশমিক ৬৫ শতাংশ বেশি। -অর্থনৈতিক রিপোর্টার
×