ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

২৩ সহকারী এ্যাটর্নি জেনারেলকে অব্যাহতি, নতুন নিয়োগ ২৭

প্রকাশিত: ০৬:০৮, ১৩ জুন ২০১৭

২৩ সহকারী এ্যাটর্নি জেনারেলকে অব্যাহতি, নতুন নিয়োগ ২৭

স্টাফ রিপোর্টার ॥ উচ্চ আদালতে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনারত ২৩ সহকারী এ্যাটর্নি জেনারেলকে স্বীয় পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। একইসঙ্গে ওই পদে দায়িত্ব পালনের জন্য ২৭ জনকে নতুন নিয়োগ দেয়া হয়েছে। সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয় থেকে সলিসিটর রঞ্জন কুমার সাহা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এদিকে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কলামিস্ট আফসান চৌধুরীকে তথ্যপ্রযুক্তি আইনের মামলায় চার সপ্তাহের জন্য আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। অন্যদিকে রাঙ্গামাটির লংগদুতে পাহাড়ীদের বসতবাড়িতে হামলার ঘটনায় বিচারিক তদন্ত চেয়ে আইনী নোটিস পাঠিয়েছেন সুপ্রীমকোর্টের এক আইনজীবী। এ্যাটর্নি জেনারেল কার্যালয়ে ২৭ জন সহকারী এ্যাটর্নি জেনারেলকে নতুন নিয়োগ দেয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এসব আইন কর্মকর্তাকে তাদের বিগত দিনের পারফরম্যান্স সন্তোষজনক না হওয়ায় অব্যাহতি দেয়া হয়েছে। অব্যাহতি পাওয়া ২৩ জন হলেন- সাধন কুমার বণিক, দেলোয়ারা বেগম বেলা, ইয়াদিয়া জামান, মোছা. আনোয়ারা খানম, বিলকিছ ফাতেমা, মতিউর রহমান হাওলাদার, মোঃ আব্দুল বারী, মোঃ নুরুল হক, মোঃ মনোয়ার হোসেন, আব্দুর রহমান হাওলাদার, বাহাউদ্দিন আহাম্মেদ, তৌহিদা খাতুন (রিনা), আবু সালেহ মোহাম্মদ ফজলে রাব্বী খান, মোঃ জাবের, মোঃ মোজাম্মেল হক রানা, খন্দকার মোদাররেস এলাহী (তিরু), মিয়া সিরাজুল ইসলাম, এস এম আসাদুল্লাহ তারেক, মোঃ শহীদুল ইসলাম খান, এবিএম মাহবুব, মোঃ মামুনুর রশিদ, মোঃ সোয়েব খান এবং নওয়াজিশ আরা বেগম। নতুন নিয়োগপ্রাপ্তরা হলেন- সৈয়দা সাবিনা আহম্মেদ (মলি), আফিফা বেগম, আনিস-উল মাওয়া আরজু, সাইরা ফাইরজ, হেলেনা বেগম (চায়না), মোঃ আসাদুজ্জামান, লাকী বেগম, মোঃ শফিকুজ্জামান, মিজানুর রহমান খান, মোহাম্মদ আকতার হোসেন, সৈয়দ বশির হোসেন চৌধুরী, নুসরাত জাহান, মোঃ আবুল কালাম খান (দাউদ), সন্ধ্যা ঘোষ, মোঃ নাসিম ইসলাম, মোহাম্মদ মজিবুর রহমান, মোঃ আশরাফ উদ্দিন খান, মেহেদেী হাসান, নির্মল কুমার দাস, জাহির আহম্মেদ, সাথী শাহাজাহান, জাকির হোসেন, আইরিন জাহান, প্রহলাদ দেবনাথ, আবুল হোসেন মোঃ জিয়াউদ্দিন, আশিক রুবাইয়াত এবং নাজিমুল ইসলাম (রাজু)। আগাম জামিন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কলামিস্ট আফসান চৌধুরীকে তথ্যপ্রযুক্তি আইনের মামলায় চার সপ্তাহের জন্য আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে এই সময়ের মধ্যে তাকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে হবে বলে জানিয়েছেন মামলার আইনজীবীরা। সোমবার বিচারপতি জিনাত আরা ও বিচারপতি এস এম মজিবুর রহমানের অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চ এ জামিন দেন। আদালতে আফসান চৌধুরীর পক্ষে শুনানি করেন আইনজীবী এম আসাদুজ্জামান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল মনিরুজ্জামান রুবেল। গত ৮ জুন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী গুলশান থানায় তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় এ মামলা করেন। মামলায় ফেসবুকে সাবেক এই সেনা কর্মকর্তাকে জড়িয়ে ‘অসত্য বক্তব্য দেয়ার’ অভিযোগ আনা হয়েছে আফসান চৌধুরীর বিরুদ্ধে। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আফসান চৌধুরী সংবাদপত্রে লেখার পাশাপাশি টেলিভিশনে আলোচনা অনুষ্ঠানেও নিয়মিত অংশ নেন। বিগত সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় মাসুদ নবম পদাতিক ডিভিশনের জিওসি ছিলেন। সে সময় ‘গুরুতর অপরাধ দমন সংক্রান্ত জাতীয় কমিটির (টাস্কফোর্স)’ প্রধান সমন্বয়ক ছিলেন তিনি। উকিল নোটিস রাঙ্গামাটির লংগদুতে পাহাড়ীদের বসতবাড়িতে হামলার ঘটনায় বিচারিক তদন্ত চেয়ে আইনী নোটিস পাঠিয়েছেন সুপ্রীমকোর্টের এক আইনজীবী। সোমবার রেজিস্ট্রি ডাকযোগে ওই ঘটনার বিচার বিভাগীয় তদন্ত ও আক্রান্তদের ক্ষতিপূরণ চেয়ে আইনী (লিগ্যাল) নোটিস পাঠানো হয়েছে। নোটিসে স্বরাষ্ট্র, সমাজকল্যাণ, নারী ও শিশু কল্যাণ এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ পুলিশের আইজিপি, চট্টগ্রামের রেঞ্জের ডিআইজি, রাঙ্গামাটির ডিসি-এসপি, লংদুর ইউএনও এবং ওসিকে বিবাদী করা হয়েছে। এ্যাডভোকেট নিকোলাস চাকমা জানান, নোটিসপ্রাপ্তির ৭২ ঘণ্টার মধ্যে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে বলা হয়েছে। অন্যথায় সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী আইনী পদক্ষেপ নেয়া হবে।
×