ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে সূচকের সঙ্গে লেনদেন কমেছে

প্রকাশিত: ০৪:১৩, ১২ জুন ২০১৭

পুঁজিবাজারে সূচকের সঙ্গে লেনদেন কমেছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্যসূচকের নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। রবিবার দুই বাজারেই লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার দর কমেছে। বাজার বিশ্লেষণে দেখা গেছে, ডিএসইতে ৪৬৯ কোটি ১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকার্যদিবসের তুলনায় ৪৮ কোটি ১১ লাখ টাকা কম। গত কার্যদিবস বৃহস্পতিবার ডিএসইতে ৫১৭ কোটি ১২ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩৩১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৮৭টির, কমেছে ১৯৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৫১টির শেয়ার দর। এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ২০ পয়েন্ট কমে ৫ হাজার ৪৫৫ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৬৩ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৩২ পয়েন্টে। ডিএসইতে লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : প্যারামাউন্ট টেক্সটাইল, বেক্সিমকো ফার্মা, সিটি ব্যাংক, স্কয়ার ফার্মা, মবিল যমুনা বিডি, বিডি ফাইন্যান্স, শাহজীবাজার পাওয়ার, ইউনাইটেড পাওয়ার, ফাস ফাইন্যান্স ও ডরিন পাওয়ার। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : শেফার্ড ইন্ড্রাস্টিজ, কোহিনূর কেমিক্যাল, ইসলামিক ফাইন্যান্স, হাক্কানী পাল্প, তাকাফুল ইন্স্যুরেন্স, সিটি ব্যাংক, এক্সিম ব্যাংক মিউচুয়াল ফান্ড, এমবিএল মিউচুয়াল ফান্ড ও ফু-ওয়াং সিরামিক। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : সাভার রিফ্যাক্টরিজ, শ্যামপুর সুগার, প্রভাতি ইন্স্যুরেন্স, নদার্ন ইন্স্যুরেন্স, তুং হাই নিটিং, প্রাইম লাইফ, বিআইএফসি, রিপাবলিক ও বিচ হ্যাচারী। আইডিএলসি ইনভেস্টমেন্টের বাজার পর্যালোচনায় বলা হয়েছে, আগের কয়েকদিনের সূচকের উর্ধগতির পরে রবিবারে ডিএসইতে আগের দিনের চেয়ে ২০ পয়েন্ট কমেছে। বিনিয়োগকারীদের অংশগ্রহণ কমে যাওয়ার কারণে দিনটিতে ডিএসইতে ১৯৩টি কোম্পানির দর কমেছে এবং এর বিপরীতে বেড়েছে ৮৭টি কোম্পানির দর। দিনটিতে ব্লক মার্কেটে ২৭ কোটি ৯০ লাখ টাকার ব্রিটিশ আমেরিকান ট্যোবাকোর লেনদেন হয়েছে। এছাড়া দিনটিতে ব্লক মার্কেটে রেনেটার ১১ কোটি টাকা লেনদেন হয়েছে। আইডিএলসির প্রতিবেদন অনুসারে ১৭.৯০ শতাংশ লেনদেন করে বস্ত্র খাতটি শীর্ষ লেনদেন করেছে। তবে দরবৃদ্ধির শীর্ষে ছিল খাদ্য ও আনুষঙ্গিক খাতটি। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সেঞ্জে (সিএসই) ২৪ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ৯২৬ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২২৯টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৫৭টির, কমেছে ১৩৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টি কোম্পানির শেয়ার। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : প্যারামাউন্ট টেক্সটাইল, তসরিফা ইন্ড্রাস্টিজ, বেক্সিমকো ফার্মা, শেফার্ড ইন্ড্রাস্টিজ, সিটি ব্যাংক, সাইফ পাওয়ার, লাফার্জ সুরমা সিমেন্ট, স্কয়ার ফার্মা, বেক্সিমকো ও সেন্ট্রাল ফার্মা।
×