ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

ব্রেক্সিট অথবা স্বাধীনতা, একটিকে বেছে নিতে হবে ॥ স্টারজন

প্রকাশিত: ০৪:৪৭, ৮ জুন ২০১৭

ব্রেক্সিট অথবা স্বাধীনতা, একটিকে বেছে নিতে হবে ॥ স্টারজন

ব্রিটেনে আজ বৃহস্পতিবার আগাম নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। প্রধানমন্ত্রী টেরেসা মে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ব্রেক্সিট নিয়ে আলোচনা এবং দেশের অভ্যন্তরে নিজের অবস্থানকে সুসংহত করার লক্ষ্যে এই আগাম নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করে। এই নির্বাচনে ব্রিটেনে পরপর ঘটে যাওয়া সন্ত্রাসী হামলার প্রভাব ফেলবে। গত শনিবারের লন্ডন ব্রিজে সন্ত্রাসী হামলা এবং ম্যানচেষ্টারে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় টেরেসা মের গৃহীত কঠোর অবস্থান তাকে তার প্রতিদ্বন্দ্বী লেবার পার্টির জেরেমি করবিন থেকে জনমনে বেশি গ্রহণযোগ্য করে তুলেছে। কিন্তু এই নির্বাচনে স্কটল্যান্ডের পরিস্থিতি টেরেসার জন্য অনুকূল নাও হতে পারে। কেননা, ব্রেক্সিট ইস্যুতে ব্রিটেন ইউরোপীয় জোট ছাড়ার পক্ষে গণরায় পেলেও স্কটল্যান্ড এর বিপক্ষে ভোট দেয়। -ওয়েবসাইট ম্যানচেস্টার হামলা ॥ হিথরোয় এক ব্যক্তি গ্রেফতার ম্যানচেস্টারে গত মাসে মারাত্মক আত্মঘাতী বোমা হামলার তদন্তের অংশ হিসেবে হিথরো বিমানবন্দরে একজনকে গ্রেফতার করা হয়েছে। ব্রিটিশ পুলিশ বুধবার এ তথ্য জানিয়েছে। ৩৮ বছর বয়স্ক এ ব্যক্তিকে সন্ত্রাস আইনে অপরাধী সন্দেহে গ্রেফতার করে আটক রাখা হয়েছে। -এএফপি কোম্পানির অভিনবত্ব... অস্ট্রেলিয়ার বেন এ্যান্ড জেরিজ আইসক্রিম কোম্পানি সমকামী বিয়ে আইন করার প্রতি সমর্থন দিয়ে অভিনব এক ঘোষণা দিয়েছে। যাতে বলা হয়েছে, যতদিন না সমকামী বিবাহ আইনী স্বীকৃতি পাচ্ছে, ততদিন একই ফ্লেভারের দুটি স্কুপ আইসক্রিম তারা বিক্রি করবে না। শুধু অস্ট্রেলিয়ায় কোম্পানিটির ২৬টি আউটলেট আছে। -সিএনবিসি ভার্চুয়াল ট্র্যাকে ট্রেন চীনের হুনান প্রদেশের ঝুঝৌ শহরে শনিবার পরীক্ষামূলকভাবে চালানো হয় ভার্চুয়াল ট্র্যাকের ট্রেন। যা চলবে রেললাইন ছাড়া। প্রায় এক শ’ ফুট দৈর্ঘ্যের ট্রেনটির যাত্রীবহন ক্ষমতা ৩০৭ জন। দুই থেকে চার কামরার ট্রেন মূলত স্বল্প দূরত্বের জন্য ব্যবহার করা হবে। ট্রেনটির চাকা রাবারের তৈরি। যার ওপরে প্লাস্টিকের আবরণ রয়েছে। প্রকল্পটিতে ৪০ থেকে ৭০ কোটি ইউয়ান খরচ হয়েছে। ঘণ্টায় ৭০ কিলোমিটার গতিতে চলবে ভার্চুয়াল ট্র্যাকের ট্রেন।-ফার্স্টপোস্ট
×