ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ট্রাক্টরের ওপর শুল্কারোপ ২৪ শতাংশ

প্রকাশিত: ০৩:৫৮, ৭ জুন ২০১৭

ট্রাক্টরের ওপর শুল্কারোপ ২৪ শতাংশ

স্টাফ রিপোর্টার ॥ ট্রাক্টরের মাধ্যমে ধান ও গম আবাদ করলে পাওয়ার টিলারের তুলনায় খরচ কম হয় প্রায় ৬৯-৮৪ শতাংশ। শ্রমিক সঙ্কট ও সরকারের ভর্তুকি সহায়তার কারণে গত কয়েক বছরে ট্রাক্টরের বাজার সম্প্রসারণ হচ্ছে প্রায় ৪০ শতাংশ হারে। কৃষকের জনপ্রিয় এ কৃষিযন্ত্রে এবার অর্থমন্ত্রী ২৪ শতাংশ ভ্যাট ও শুল্কারোপের প্রস্তাব রেখেছেন। যা গত অর্থবছরের তুলনায় ১৯ শতাংশ বেশি। বাজেট বিশ্লেষণে দেখা গেছে, ২০১৬-১৭ অর্থবছরে শুধু কাস্টম ডিউটি হিসেবে ১ শতাংশ এবং এ্যাডভান্স ট্রেড ভ্যাট হিসেবে ৪ শতাংশ আরোপ করা ছিল। কিন্তু আগামী ২০১৭-১৮ বাজেটে তা পরিবর্তন করা হয়েছে। এর মধ্যে কাস্টম ডিউটি (সিডি) হিসেবে ১ শতাংশ এবং এ্যাডভান্স ট্রেড ভ্যাট হিসেবে ৪ শতাংশ, ভ্যাট ১৫ শতাংশ আরোপ করা হয়েছে। এর ফলে এর সঙ্গে অগ্রিম আয়কর ৫ শতাংশ এবং অগ্রিম কর ৩ শতাংশ আরোপ করা হচ্ছে। ফলে সব মিলিয়ে এখন ট্রাক্টরের ওপর ২৪ শতাংশ শুল্কারোপ করার প্রস্তাব রাখা হয়েছে। প্রি-বুকিংয়ের জন্য উন্মুক্ত হচ্ছে সেলফি স্পেশালিস্ট ঐবষরড় ঝ১০ ¬¬¬¬¬¬¬¬¬¬¬এডিসন গ্রুপের হ্যালিও সিরিজের অসাধারণ ধারাবাহিকতা ধরে রাখতে গ্রুপটি এবার দেশের বাজারে উন্মুক্ত করতে যাচ্ছে ঐবষরড় ঝ১০। এ্যান্ড্রয়েড ন্যুগাট ৭.০ সংবলিত এটাই হ্যালিও সিরিজের প্রথম ন্যুগাট অপারেটেড স্মার্টফোন। ঐবষরড় ঝ১০ জুনের ৭ তারিখ থেকে প্রি-বুকিংয়ের জন্য উন্মুক্ত করা হচ্ছে। প্রি-বুকিং গিফট হিসেবে পাওয়া যাবে অরিজিন্যাল ফাস্ট ট্র্যাকের সুদৃশ্য ঘড়ি। প্রি-বুকিংয়ের জন্য িি.িযবষরড়-নফ.পড়স এই লিংকে ক্লিক করতে হবে অথবা পিকাবু (িি.িঢ়রপশধনড়ড়.পড়স) থেকেও প্রি-বুকিং করা যাবে। স্বল্প সংখ্যক ঐবষরড় ঝ১০ স্মার্টফোনের জন্যই এই অফারটি প্রযোজ্য। সুন্দর ও প্রাণবন্ত সেলফি তোলার জন্য ঐবষরড় ঝ১০-এ আছে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং সেলফি ফ্ল্যাশ। নরমাল ফ্ল্যাশের চাইতে সেলফি ফ্ল্যাশ পাওয়ারফুল সেলফি তোলার জন্য। তাই রাতেও ভাল সেলফি উঠবে। ১৩ মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা দিয়েও তোলা যাবে অসাধারণ সব ছবি। স্মার্টফোনটির বডি তৈরিতে ব্যবহার করা হয়েছে এয়ার ক্রাফট গ্রেড মেটাল যা সাধারণত প্লেনের বডি বানানোর ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। এতে করে ফোনটির স্থায়িত্ব বৃদ্ধি পেয়েছে বহু গুণে। -বিজ্ঞপ্তি
×