ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অপহরণ মামলার আসামি ট্রাকচাপায় নিহত ॥ ৪ পুলিশ ক্লোজড

প্রকাশিত: ০৬:২৮, ৪ জুন ২০১৭

অপহরণ মামলার আসামি ট্রাকচাপায় নিহত ॥ ৪ পুলিশ ক্লোজড

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ৩ জুন ॥ পলাশবাড়িতে অপহরণ মামলার আসামি রিপন চন্দ্র (২২) ট্রাক চাপায় নিহত হওয়ার ঘটনায় তোলপাড় শুরু হয়েছে। এ নিয়ে শনিবার জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ করেছে এলাকাবাসী। অপরদিকে কর্তব্যে অবহেলার অভিযোগে চার পুলিশকে ক্লোজড করা হয়েছে। পুলিশ জানায়, গত সোমবার রাতে সুন্দরগঞ্জ থানার হাতিয়া মাঝিপাড়া গ্রামের রিপন চন্দ্র প্রতিবেশী নবম শ্রেণীর এক ছাত্রীকে অপহরণ করে বলে মামলা দায়ের করা হয়। একপর্যায়ে তারা জানতে পারে রিপন চন্দ্র মেয়েটিকে নিয়ে বগুড়ার কাহালুতে বৃহস্পতিবার ভোরে স্থানীয় পুলিশের সহযোগিতায় সুন্দরগঞ্জ পুলিশ অপহৃতাকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেফতার করে। এসময় সুন্দরগঞ্জের স্থানীয় ইউপি সদস্য মমতাজ ও মেয়ে পক্ষের লোকজন পুলিশের সহযোগিতায় রিপনকে মারপিট করে। এতে রিপন অসুস্থ হয়ে পড়লে তাকে পুলিশ প্রহরায় গাড়িতে করে গাইবান্ধার দিকে রওনা দেয়া হয়। বৃহস্পতিবার বিকেলে রিপনকে কাহালু থেকে নিয়ে সুন্দরগঞ্জে আসার পথে পলাশবাড়ির জুনদহ বাজারের পাশে হাতকড়া অবস্থায় প্রকৃতির ডাকে সাড়া দেয়ার কথা বললে রিপনকে পুলিশের গাড়ি থেকে নামানো হয়। কড়া পুুলিশ প্রহরায় থাকা অবস্থায় এ সময় রংপুরগামী দ্রুতগামী ট্রাক রিপনকে চাপা দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে পলাশবাড়ি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। রিপন নিহত হওয়ার খবর তার গ্রামে পৌঁছলে বিক্ষুব্ধ হয়ে পড়ে এলাকাবাসী। একপর্যায়ে বিক্ষুব্ধ এলাকাবাসী অপহৃত মেয়েটির ঘরবাড়িতে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনার পরপরই সুন্দরগঞ্জ থানার এসআই বাদী হয়ে পলাশবাড়ি অজ্ঞাত ট্রাক চালকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে। এদিকে কর্তব্যে অবহেলার অভিযোগে চার পুলিশকে ক্লোজড করা হয়। দৌলতপুরে আসামি ধরতে গিয়ে জনতার রোষানলে পুলিশ নিজস্ব সংবাদদাতা, দৌলতপুর, কুষ্টিয়া, ৩ জুন ॥ সাদা পোশাকে আসামি ধরতে গিয়ে জনতার রোষানলে পড়ে পুলিশ। এ সুযোগে পুলিশের হাত থেকে আসামি পালিয়ে যায়। শনিবার সকালে উপজেলার পাকুড়িয়া ভাঙ্গাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, দৌলতপুর থানার এসআই শরিফ তার সোর্স হাকিমকে সঙ্গে নিয়ে সাদা পোশাকে পাকুড়িয়া ভাঙ্গাপাড়া এলাকায় অভিযান চালিয়ে ফকির ম-লের ছেলে মাইনুদ্দিন ম-লকে (৩৫) গ্রেফতার করে। পুলিশের দাবি সে মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। এসময় এলাকাবাসী মাইনুদ্দিনকে গ্রেফতারের কৈফিয়ত এবং আপনারা কারা জানাতে চাইলে সাদা পোশাকধারী পুলিশ এলাকাবাসীর ওপর চড়াও হলে বিক্ষুব্ধ এলাকাবাসী সোর্স হাকিমসহ পুলিশকে লাঞ্ছিত করে। এ সুযোগে আসামি মাইনুদ্দিন পুলিশ হেফাজত থেকে পালিয়ে যায়। স্থানীয় ঠোটারপাড়া বিওপির বিজিবি সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাদা পোশাকধারী এসআই শরিফ ও তার সোর্স হাকিমকে উদ্ধার করে নিজ ক্যাম্পে নেয়।
×